টুকরো খবর
তারকাদের সহজ জয়
উইম্বলডনের দ্বিতীয় দিনে ইন্দ্রপতন নেই। কোর্টের বাইরের বিতর্ক বিন্দুমাত্র র্যাকেটে স্পর্শ করতে না দিয়ে সেরেনা উইলিয়ামস দ্বিতীয় রাউন্ডে উঠলেন। লুক্সেমবুর্গের মিনেলাকে ৬-১, ৬-৩ হারিয়ে। গত বছর ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে হারার পর আজকেরটা সেরেনার শেষ ৭৮ ম্যাচে ৭৫তম জয়। “এ রকম দৌড়ের কথা ভাবতেই পারি না। প্রতিটা ম্যাচই আমার কাছে নতুন। আর টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তো আমি বরাবর ভয় কুঁকড়ে থাকি,” ৫৭ মিনিটে জিতে বলেছেন সেরেনা। শীর্ষ বাছাই জকোভিচ অভিযান শুরু করলেন জার্মানির মেয়ারকে ৬-৩, ৭-৫, ৬-৪ হারিয়ে। দেল পোত্রো নিঃশ্বাসের সমস্যায় ফরাসি ওপেন না খেলার পর গ্র্যান্ড স্ল্যামে ফিরলেন স্পেনের রামোসের বিরুদ্ধে ৬-২, ৭-৫, ৬-১ জিতে। ২০০৪-এ ৪৭ বছরের মার্টিনা নাভ্রাতিলোভার পর উইম্বলডনের সবচেয়ে বয়স্কা হিসেবে জিতলেন জাপানের ৪২ বছরের মহিলা কিমিকো দাতে। জার্মান টিনএজার উইটহোয়েফ্টকে ৬-০, ৬-২ উড়িয়ে। চিনের লি না আবার প্রথম রাউন্ডে ক্রাইচেককে ৬-১, ৬-১ হারিয়ে স্বদেশি সমালোচকদের একহাত নিয়েছেন, “টেনিসের চেয়েও বেশি সাইবার-ভক্তদের কাছে কি এ বার হাঁটু মুড়ে ক্ষমা চাইব?” প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন এ বার রোলাঁ গারোয় দ্বিতীয় রাউন্ডে হারায় চিনা মিডিয়া তীব্র সমালোচনা করে। এর মধ্যে ডাবলসে একমাত্র ভারতীয় জুটি পূরব রাজা-দ্বিবীজ শরণ গ্র্যান্ড স্ল্যাম অভিষেক ম্যাচ ২-০ সেট এগিয়েও পাঁচ সেটে হারলেন মার্কিন জুড়ি নিকোলাস-সিমনের বিরুদ্ধে।

পুরনো খবর:

অনিশ্চিত রামন
আগামী মরসুমে বাংলার কোচের পদে না-ও থাকতে পারেন ডব্লিউ ভি রামন। কোচ নিয়ে বিপাকে পড়ায় তামিলনাড়ু ক্রিকেট সংস্থা সিএবি-কে অনুরোধ করেছে রামনকে ছেড়ে দেওয়ার জন্য। এমনিতে বাংলার কোচ হিসেবে রামনের দু’বছরের পারফরম্যান্স ভাল-মন্দ মিশিয়ে। তাঁর কোচিংয়েই বাংলা বিজয় হাজারে ট্রফি জিতেছে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু রঞ্জি ট্রফিতে বিশেষ কিছু করে উঠতে পারেনি। তাঁর চুক্তি শেষ হতে এমনিও আরও এক বছর বাকি ছিল। কিন্তু উল্টো দিকে তামিলনাড়ু ক্রিকেট কর্তারাও কোচ নিয়ে প্রবল ঝামেলায়। সিএবি কর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে, রামনকে ছেড়ে দেওয়া যাবে কি না? সেক্ষেত্রে তাদের কোচ সমস্যা মেটে। মনে করা হচ্ছে হালফিলে ডালমিয়া-শ্রীনিবাসন সম্পর্ক যেহেতু ভাল, তাই রামনকে ছেড়ে দেওয়া হতে পারে। বোর্ডের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট তথা সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এখন ইংল্যান্ডে। তিনি না ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “ডালমিয়াই এনেছিলেন রামনকে। উনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঠিকঠাক পরিবর্ত কাউকে পেলে তবেই রামনকে ছাড়া হবে।”

শ্রীসন্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেবে দিল্লি পুলিশ
জামিন পেলেও শ্রীসন্তদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি চার্জশিট ফাইল করতে চলেছে দিল্লি পুলিশ। শ্রীসন্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণদের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করলেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এস এন শ্রীবাস্তব। ফিকি আয়োজিত ‘ভারতে বেটিংকে বৈধ করে দেওয়া উচিত কি না?’ অনুষ্ঠানের ফাঁকে আনন্দবাজারকে শ্রীবাস্তব বললেন “শ্রীসন্তরা জামিন পেয়েছে দেখে দেশের মানুষ হয়তো ভাবছে যে স্পট-ফিক্সিং কাণ্ড থেকে ওরা মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। ওদের জামিন পাওয়া নিয়ে এত দিন কোর্টে মামলা হয়েছে মাত্র। এখনও শ্রীসন্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়নি দিল্লি পুলিশ। তবে ওদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। সময়সীমার অনেক আগেই এই ক্রিকেটারদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে চলেছি আমরা।”

পুরনো খবর:

রিয়াল নিশ্চিত রোনাল্ডো তাদের
দলবদলের বাজারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ একরকম নিশ্চিত, সিআর সেভেন পরের মরসুমে বের্নাবৌতেই থাকবেন। “খুব তাড়াতাড়ি নতুন চুক্তি নিয়ে রোনাল্ডোর সঙ্গে আলোচনায় বসব। আমার পূর্ণ বিশ্বাস রোনাল্ডো রিয়ালেই থাকবে। ওকে আমাদের ক্লাবে রাখাই আমার আসল কাজ,” বলছেন পেরেজ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে সই করাতে চাইলেও রিয়াল ১৫৫ মিলিয়ন পাউন্ডের নতুন চুক্তি করতে রাজি আছে তাঁর সঙ্গে।

পুরনো খবর:

রুনির দৌড়ে বার্সাও
ওয়েন রুনিকে সই করানোর দৌড়ে ঢুকে পড়ল বার্সেলোনাও। মেসি-নেইমারদের ক্লাব সূত্রের কথায়, “রুনির দুর্দান্ত পাস দেওয়ার ক্ষমতা আছে। বার্সেলোনা দলে রুনির মতোই স্ট্রাইকার লাগবে।” ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, রুনিকে বিক্রি করতে নতুন ম্যানেজার মোয়েস অনিচ্ছা প্রকাশ করলেও, পাশাপাশি এখন থেকেই রুনির পরিবর্ত স্ট্রাইকার খুঁজতেও নেমে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পাশাপাশি বার্সেলোনায় দাভিদ ভিয়ার ভবিষ্যত নিয়ে জল্পনা থাকায়, রুনিকে ভিয়া-র উত্তরসূরি হিসাবে ভাবছেন কোচ ভিলানোভা। এ দিন আবার নেইমারকে সই করানোর কারণে মেসিকে বিক্রি করে দেওয়ার অভিনব আর্জি জানালেন প্রাক্তন বার্সেলোনা কোচ, কিবদন্তি ডাচ তারকা জোহান ক্রুয়েফ। “নেইমার-মেসি একসঙ্গে ভাল খেলতে পারবে না। দুজনই এক ঘরানার ফুটবলার। আমি কোচ হলে মেসিকে বিক্রি করে দিতাম,” চাঞ্চল্যকর মন্তব্য ক্রুয়েফের।

পুরনো খবর:

বালোতেলি নেই

কনফেড থেকেও নেই বালোতেলির। বান্ধবী ফ্যানি নেগিশাকে নিয়ে
চোটের জন্য অসময়ে ব্রাজিল ছাড়তে হল সুপার মারিওকে। ছবি: এফপি
ব্রাজিল ম্যাচে উরুতে চোট পেয়ে কনফেড কাপ অভিযান শেষ হয়ে গেল মারিও বালোতেলির। ইতালির ‘ব্যাড বয়’ টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ব্রাজিল ছেড়ে জেটে মিলান উড়ে গিয়েছেন। প্রান্দেলির দলের মেডিক্যাল বিভাগের প্রধান এনরিকো কাস্তেলাচি বলেছেন, “আজ সকালে বালোতেলিকে দেখলাম। ওর চোট পুরো সারেনি। বাকি টুর্নামেন্টে কোনও মতেই খেলতে পারবে না।” স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে বালোতেলি না থাকলেও কার্ড ও চোট সমস্যা-মুক্ত ডি রোসি এবং আন্দ্রে পির্লোকে পেতে চলেছে ইতালি।

মোরিনহোর আসনে
রিয়াল মাদ্রিদে হোসে মোরিনহোর ছেড়ে আসা হট-সিটে বসতে চলেছেন মোরিনহোর মতোই আর এক প্রাক্তন চেলসি ম্যানেজার আন্সেলোত্তি। নিজেদের ওয়েবসাইটে রোনাল্ডোর দল জানিয়েছে, সরকারি ভাবে ২৬ জুলাই কোচের দায়িত্ব নেবেন আন্সেলোত্তি। পাশাপাশি গত কালই নতুন বায়ার্ন মিউনিখ কোচ হিসাবে প্রথম সাংবাদিক সম্মেলন করেন পেপ গুয়ার্দিওলা। “বায়ার্নের কোচ হতে পেরে আমি দারুণ খুশি। তবে হেইনকেসের উত্তরসূরি হওয়া খুব কঠিন হবে,” বলেন গুয়ার্দিওলা। হেইনকেসের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী বায়ার্ন এ বার প্রথম জার্মান ক্লাব হিসেবে ত্রিমুকুট জিতেছে।

কর-বিতর্কে
ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির পর ফের বিতর্কে ইতালির ঘরোয়া ফুটবল। সেরি এ-র প্রত্যেক ক্লাবের বিরুদ্ধে কর না দেওয়ার অভিযোগ তুলল সে দেশের আইন সংস্থা ‘গুয়ার্দা দি ফিনানজা’। এসি মিলান, জুভেন্তাস, ইন্টারের দফতরেও তল্লাসি চালায় অফিসাররা। ইতালীয় পুলিশ জানাচ্ছে, ১২ জন প্লেয়ার এজেন্ট এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.