চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ধোনির পারফরম্যান্সে তিনি অসম্ভব খুশি। কিন্তু একই সঙ্গে রাহুল দ্রাবিড়ের মনে হচ্ছে ধোনিদের ঔদ্ধত্যের আসল পরীক্ষা হতে চলেছে নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সফর।
মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে ‘দ্য ওয়াল’ বলেন, “ওয়ান ডে ক্রিকেটে ধোনিরা বিশ্বসেরা। টেস্টে কিন্তু দক্ষিণ আফ্রিকাই এক নম্বরে। তাই দক্ষিণ আফ্রিকা সফর ধোনিদের কাছে কঠিন পরীক্ষা। ডেল স্টেইন, মর্নি মর্কেলদের মোকাবিলা করাটা একটা বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে।” তবে দেশের প্রাক্তন অধিনায়ক স্বস্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনিদের অকুতোভয় মেজাজ দেখে। বলেছেন, “কঠিন সময়ে কেঁপে যায় না ধোনিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই যেমন কোহলি-জাডেজা ব্যাট করার সময় চাপের মুখেও কুঁকড়ে যায়নি। রানটাকে ঠিক ১৩০-এ টেনে নিয়ে গিয়েছে। বোলিংয়ের সময়ও ব্যাকফুটে যায়নি অশ্বিনরা।” একই সঙ্গে ফিল্ডিং নিয়েও দ্রাবিড় মুক্তকচ্ছ। বলেছেন, “ফিল্ডিংটাও বিশ্বমানের। এমন টিম বাছলে প্রথম ধন্যবাদটা অবশ্যই নির্বাচকদের প্রাপ্য।”
তবে ২০১৫ বিশ্বকাপে টিমটার যে আরও অভিজ্ঞতা দরকার পড়বে, মনে করিয়ে দিচ্ছেন দ্রাবিড়। বলেছেন, “দু’বছর আগের বিশ্বকাপ জয়ী দলের মোটে তিন জন সদস্য রয়েছে এই দলে। কাজেই দলটার আরও অভিজ্ঞতা দরকার। এখনই বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। তা ছাড়া দলে এক জন ফাস্ট বোলিং অলরাউন্ডারেরও প্রয়োজন রয়েছে। সাফল্য পেতে গেলে এই জায়গাটায় নজর দিতে হবে টিম ইন্ডিয়াকে।” |