দু’রাত তালাবন্দি মেয়েরা, মা গিয়েছেন দিদির কাছে
|
 |
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট: মেরেকেটে বছর ছয়েক বয়স তাদের। জানলায় দাঁড়িয়ে সকাল থেকে হাপুস চোখে কেঁদে চলেছে। কী হয়েছে?
পড়শিদের প্রশ্নে যমজ দুই বোন, গ্রেসি আর জেসি জানায়, মা তাদের ঘরে বন্ধ করে দিদির কাছে চলে গিয়েছে। দিদি কোথায় থাকে? দুই বোন ফুঁপিয়ে জানায়, রাঁচি।
রানাঘাটের গাংনাপুর এলাকার বেগোপাড়ার এক চিলতে ঘরে দুই বোনকে ‘বন্দি’ করে সটান রাঁচি! |
|
ভাঙনের ভ্রূকুটি নিয়াল্লিশ পাড়ায়
|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: বর্ষার মুখে ভাঙনের কবলে ভাগীরথীর পশ্চিমপাড় লাগোয়া বহরমপুর ব্লকের কয়েক হাজার বাসিন্দা।
গত কয়েক দিন ধরে ভাগীরথীর পশ্চিমপাড় লাগোয়া ফরাসডাঙা ঘাট থেকে নিয়াল্লিশপাড়া-গোয়ালজান হয়ে ভীমেশ্বর মন্দির যাওয়ার প্রায় দেড় কিমি বরাবর রাস্তা ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ ভাঙনে ফুট আটেক চওড়া ওই রাস্তা এখন পায়ে চলা পথে এসে ঠেকেছে। |
 |
|
হরেক পুতুলে মাতল নবদ্বীপ
|
 |
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ: জঙ্গলঘেরা পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম। রাতবিরেতে দল বেঁধে হাতি ঢোকা এখানকার চেনা ছবি। লোধা শবরদের ঘুমন্ত পল্লিতে হাতি ঢুকে ঘরদোর ভেঙে তছনছ করছে। গ্রামের মানুষ পাল্টা আক্রমণে গেলেন না। তাঁরা গ্রাম্য দেবতার কাছে শুরু করলেন মানত। সকাল হতেই দেবতার থানে চড়ালেন পুজো। |
|
সরকারি বিজ্ঞাপনের প্রতিশ্রুতি অমিল |
|
টুকরো খবর |
|
|