টুকরো খবর
বিএসএফ-বিজিবি বৈঠক
সীমান্তের চোরাচালান নিয়ে বুধবার মুর্শিদাবাদের দৌলতপুর সীমান্তে বিএসএফ ও বিজিবি আলোচনায় বসে। সীমান্ত উজিয়ে বাংলাদেশে এন্তার ফেনসিডিল ঢোকা নিয়ে বিজিবি উদ্বেগ প্রকাশ করে। বিএসএফের মাথাব্যথা জাল নোট কারবারিদের রমরমা। ঘণ্টা সাতেকের দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিজিবি-র ৪৩ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট আনোয়ার আবু তাহের বলেন, “ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে আসছে হাজার হাজার বোতল ফেনসিডিল। এর ফলে যুব সম্প্রদায় মাদকাসক্ত হয়ে পড়ছে।”

বৈঠকে দুই পক্ষ। দৌলতপুরে তোলা নিজস্ব চিত্র।
বিএসএফের পক্ষে ১২৫ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সমুন্দর দবেশ বলেন, “চোরাচালান পুরোপুরি বন্ধ হয়নি। বাংলাদেশ থেকে জাল নোট আসছে বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে। জাল নোটের এই রমরমা কমাতেই এই বৈঠক।” বিএসএফের এক কর্তা জানান, প্রয়োজনের তুলনায় জওয়ানের সংখ্যা কম। ফলে স্থানীয় কিছু যুবককে লাঠি হাতে সীমান্ত প্রহরার কাজে লাগানো হচ্ছে। ফলে চোরাচালান খানিকটা হলেও কমেছে। তবে জাল নোটের কারবার অব্যাহত। ভারত থেকে সীমান্ত পেরিয়ে যাওয়া ফেনসিডিলের দাম মেটানো হচ্ছে জাল টাকায়। এ ক্ষেত্রে বৈষ্ণবনগর চরকে করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পুরনো খবর:
দুর্নীতিতে অভিযুক্ত প্রধান
একশো দিনের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে রঘুনাথগঞ্জ-১ ব্লকের কানুপুর পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মনিরুজ্জামান আরাফতকে গ্রেফতার করল পুলিশ। ধরা হয়েছে ওই পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মালঞ্চা হালদার ও সহকারী একজিকিউটিভ অফিসার চন্দ্রশেখর দাসকেও। জঙ্গিপুরের এসডিপিও ওয়াংডেন ভুটিয়া জানান, একশো দিনের কাজে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগে বুধবার তাঁদের গ্রেফতার করা হয়। জঙ্গিপুরের এসডিও অরবিন্দকুমার মিনা বলেন, “ওই প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগ ছিল। তদন্তে প্রমাণ পেয়ে তা জানানো হয় জেলাশাসককে। কানু গ্রাম পঞ্চায়েতে নির্দল হিসাবে নির্বাচিত হন মনিরুজ্জামান। কংগ্রেসের সমর্থন নিয়ে প্রধান হন তিনি। রঘুনাথগঞ্জ-১ ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ সিংহ বলেন, “দোষী প্রমাণিত হলে অভিযুক্তের শাস্তি হবে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার কান্দির রসড়া এলাকার এই দুর্ঘটনায় মৃতার নাম জ্যোৎস্না দাস (৬৫)। মোটরসাইকেলটি দ্রুত গতিতে কান্দির দিকে যাচ্ছিল। সেই সময় জ্যোৎস্নাদেবী রাস্তা পার হচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন জ্যোৎস্নাদেবী। গুরুতর জখম অবস্থায় কান্দি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি। অন্য দিকে, এ দিনই রসড়া এলাকায় মোটরবাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন মোটরবাইক চালক। বিশ্বজিৎ কুণ্ড নামে ওই ব্যক্তি কান্দির তিলিপাড়ার বাসিন্দা। এ দিন দুপুরে তিনি ভরতপুরের আমলাই গ্রামে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা ট্রাক্টরটি তাঁকে ধাক্কা মারে। তিনি কান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিভাবকদের বিক্ষোভ
স্কুল ভবন তৈরিতে নিম্ন মানের সিমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। হরিহরপাড়ার মহিষমারা-ঘোড়ামারা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুল পরিচালন সমিতি আলোচনার আশ্বাস দিলে উঠে যায় ঘেরাও। ভিভাবকদের পক্ষে সাদেক আলি জানান, নিম্ন মানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষক প্রবুদ্ধ বসু বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” পরিচালন সমিতির সম্পাদক বনমালি সরকার বলেন, “নিম্ন মানের সিমেন্ট ব্যবহারের প্রশ্নই নেই। মনগড়া অভিযোগ করা হচ্ছে। শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের জন্য ৫ জন অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।”

ট্রেন অবরোধ
ট্রেনে ভেন্ডার কামরার দাবিতে রেল অবরোধ করলেন সব্জি বিক্রেতারা। বুধবার নদিয়ায় পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট শাখার পায়রাডাঙা রেল স্টেশনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, রানাঘাট-শিয়ালদহগামী একটি ট্রেন এলেও তাতে কোনও ভেন্ডার কামরা ছিল না। ফলে সব্জি নিয়ে উঠতে পারেননি বিক্রেতারা। পুলিশি হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ ওঠে।

গাঁজা সহ ধৃত
প্রায় ৯০ কেজি গাঁজা-সহ এক মহিলাকে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জের পুলিশ। ধৃত মহিলা টুলু সরকার নদিয়ার মাজদিয়ার দাসপাড়ার বাসিন্দা। পুলিশ বাড়ি থেকেই ওই মহিলাকে পাকড়াও করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.