|
|
|
|
টাকায় টান, সঙ্কটে নয়া মেট্রো |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফের অনিশ্চিত হয়ে পড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাগ্য।
বর্তমানে ইস্ট-ওয়েস্ট নির্মাণের দায়িত্বে রয়েছে রেল (৭৬%) ও কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রক (২৪%)। কিন্তু রেলমন্ত্রকের হাতে অর্থের অভাব। তাই ওই প্রকল্প রূপায়ণের সিংহভাগ দায়িত্ব কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের হাতে তুলে দিতে চাইছে রেল। চলতি বাজেটে ওই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন রেলমন্ত্রী পবন বনশল। |
|
যা প্রয়োজনের তুলনায় সামান্য বলে সে সময়েই জানিয়েছিলেন মন্ত্রকের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। আজ বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠকে বসেন বনশল ও অধীর। বৈঠকে বনশল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেলের ভাঁড়ারের এখন যা পরিস্থিতি তাতে চলতি আর্থিক বছরে ওই প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা সম্ভব নয়। শুধু তা-ই নয়, বরাদ্দকৃত একশো কোটি টাকা দেওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা হিসেবে রেলমন্ত্রকের পক্ষ থেকে ফের ওই প্রকল্প রূপায়ণের দায়িত্ব নগরোন্নয়ন মন্ত্রকের হাতে তুলে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। অধীরবাবুর বক্তব্য, “কাজ যাতে আটকে না যায়, তার জন্য রেল ফের প্রকল্পটিকে নগরোন্নয়ন মন্ত্রকের হাতে তুলে দিতে চাইছে। কিন্তু ওই মন্ত্রকের কাছে ওই বাড়তি দায়িত্ব নেওয়ার মতো অর্থ রয়েছে কি না, তার উপরেই সব কিছু নির্ভর করছে।” প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ সময়ে শেষ করতে তৎপর ছিলেন অধীর। বনশলের সঙ্গে কার্যত লড়াই করে ওই প্রকল্পের জন্য চলতি বছরে বরাদ্দ আদায় করেছিলেন তিনি। এখন যদি ওই প্রকল্প ফের নগরোন্নয়ন মন্ত্রকের হাতে রেল তুলে দেয়, সে ক্ষেত্রে রাজনৈতিক ভাবে তৃণমূল শিবিরের সমালোচনার মুখে পড়তে হবে অধীর তথা কংগ্রেস নেতৃত্বকে।
|
পুরনো খবর
• ইস্ট-ওয়েস্টে মমতাকেই দুষলেন অধীর
• জমি-মামলা তুলল রাজ্য, বিপন্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো |
|
|
|
|
|