|
|
|
|
বৃদ্ধাকে মারধর, লুঠ |
নিজস্ব সংবাদদাতা |
ভরদুপুরে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে মারধর করে নগদ টাকা-গয়না লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পোস্তায়। দুষ্কৃতীরা ওই বৃদ্ধার গলা এত জোরে টিপে ধরেছিল যে তাঁর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। পুলিশ ওই বৃদ্ধার বাড়ির পরিচারককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দিনেদুপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে মারধর করে লুঠের ঘটনায় প্রশ্ন উঠেছে শহরের পুলিশি ব্যবস্থা নিয়েও। |
|
পুলিশের অনুমান, বৃদ্ধার অসহায়তার সুযোগে তাঁর পরিচারকই দুষ্কৃতীদের লুঠ চালাতে সাহায্য করেছে। এখনও খোঁজ মেলেনি দুষ্কৃতীদের। উদ্ধার হয়নি খোয়া যাওয়া গয়নাও। পুলিশ জানায়, গায়ত্রী দেবী (৭৩) নামে ওই বৃদ্ধা বড় ছেলে দিলীপ নোপানির সঙ্গে থাকেন। দিলীপবাবু বড়বাজারের একটি কাপড়ের দোকানের কর্মী। সেই সূত্রে রোজ তিনি সকাল ১০টা নাগাদ বেরিয়ে যান। বাড়িতে একা থাকেন গায়ত্রীদেবী।
ওই বৃদ্ধা পুলিশকে জানান, এ দিন তাঁর পরিচারক শঙ্করের খোঁজে দুই ব্যক্তি আসে। তাঁদের মধ্যে কৈলাস বলে এক জনকে তিনি চিনতেন। ওড়িশার বাসিন্দা কৈলাস শঙ্করের বন্ধু। শঙ্করের সঙ্গে আগেও সে ওই বাড়িতে এসেছে। গায়ত্রীদেবী কৈলাসকে ‘শঙ্কর নেই, পরে আসবে’ বলার সঙ্গে সঙ্গেই সে বাইরে দাঁড়িয়ে থাকা আর এক ব্যক্তিকে ইশারায় দরজা বন্ধ করতে বলে। তার পরে কৈলাস গায়ত্রীদেবীর গলা টিপে মুখ চেপে ধরে। তাঁর গা থেকে সোনার গয়না ও নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে পালায়। ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, “তদন্ত চলছে।” |
|
|
|
|
|