রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কাল, রবিবার দু’দিনের সফরে কলকাতায় আসছেন। মহাকরণ সূত্রের খবর, রবিবার বেলা ১২টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন তিনি। বেলা দেড়টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। তার পরে যাবেন রাজভবনে। বিকেলে নেতাজি ইন্ডোরে কলকাতা হাইকোর্টের ১৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রণববাবু। তার পরে ঢাকুরিয়ায় নিজের বাড়িতে যাবেন। রাত সাড়ে ৮টায় বাইপাসের ধারে একটি হোটেলে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। সোমবার বেলা সাড়ে ১২টায় মেদিনীপুর রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা পৌনে ১টায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন, সেমিনার হলের উদ্বোধন করবেন। বেলা ২টো ২০ মিনিটে ফিরবেন রাজভবনে। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি তাঁর শিক্ষক দেবরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বই প্রকাশ করবেন রাজভবনে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর দিল্লি রওনা হওয়ার কথা।
|
যান্ত্রিক ত্রুটি, ভোগাল মেট্রো |
পুরনো রেকে ফের যান্ত্রিক ত্রুটি। চাকায় ব্রেক-শু্য আটকে দাঁড়িয়ে গেল মেট্রো। শুক্রবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে সেন্ট্রাল মেট্রো স্টেশনে। কবি সুভাষগামী মেট্রোটির চাকা গরম হয়ে প্রচণ্ড ধোঁয়া বেরোতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রীদের নামিয়ে ফাঁকা ট্রেনটি পাঠিয়ে দেওয়া হয় কবি সুভাষ স্টেশনে। মেট্রো সূত্রে খবর, ট্রেনটি সেন্ট্রালে ঢোকার সময়ে সামনের মোটর কেবিনের পাশে চাকায় ব্রেক-শ্যু আটকে গিয়ে বিপত্তি ঘটে। চাকা গরম হয়ে ধোঁয়ায় ভরে যায় স্টেশন। মেট্রো কর্মীরাই অগ্নি নির্বাপক যন্ত্র এনে ধোঁয়া কমান। এর জেরে বিকেল তিনটে থেকে ২০ মিনিট মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছে। এক জোড়া আপ ও ডাউন ট্রেন বাতিলও করতে হয়েছে। কয়েকটি ট্রেন দেরিতে চলেছে। কলকাতা মেট্রোয় ১১টি পুরনো রেক চলছে। যার মধ্যে অনেকগুলিরই বয়সের মেয়াদ উত্তীর্ণ। মেট্রো সূত্রে খবর, বাতানুকূল রেকের সংখ্যা বাড়ানো হচ্ছে। পুরনো রেকগুলিও বাতিল করা শুরু হয়েছে। ২টি বাতিল হয়েছে। বাকি ৯টিও বাতিল করা হবে। তবে যতদিন পর্যন্ত আরও বাতানুকূল রেক না আসবে ততদিন ওই পুরনো রেকগুলি চালাতে হবে। ততদিন মেট্রোয় এই যান্ত্রিক ত্রুটির হাত থেকে যাত্রীদের রেহাই নেই বলে মেট্রো কর্তাদের একাংশের বক্তব্য।
|
স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার |
গঙ্গা থেকে বৃহস্পতিবার এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অভীক মিত্র (১৭)। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের বাড়ি কসবা থানা এলাকার বি বি চ্যাটার্জি রোডে। সেখানে একটি আবাসনে মা দূর্বা মিত্রের সঙ্গে থাকত অভীক। বাবা প্রশান্তকুমার মিত্র দিল্লিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। বালিগঞ্জের একটি স্কুলে বিজ্ঞান শাখার ছাত্র ছিল অভীক। পুলিশ জানায়, এ দিন দুপুরে উত্তর বন্দর থানা এলাকায় গঙ্গার একটি ঘাটের কাছে ওই কিশোরের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়েরা। মৃতের জামার পকেট থেকে স্কুলের পরিচয়পত্র পেয়ে পুলিশ অভীকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গড়িয়াহাটে বই কিনতে যাবে বলে অভীক মায়ের কাছ থেকে ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরোয়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় দূর্বাদেবী কসবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানায়, মৃতদেহের ময়না-তদন্ত হবে।
|
ধর্মতলার রেস্তোরাঁ মালিকের ছেলে অঙ্কুর সাউয়ের গাড়িটি মিলেছে বলে জানাল পুলিশ। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ শুক্রবার জানান, এ দিন দুপুরে অঙ্কুর তাঁর বাবা ও হবু শ্বশুরের সঙ্গে নিউ মার্কেট এলাকার এক রেস্তোরাঁয় খেতে যান। বেরিয়ে দেখেন, তাঁর গাড়িটি যাচ্ছে। কিন্তু নম্বর প্লেট আলাদা। অঙ্কুরের চিৎকারে স্থানীয়েরা গাড়িটিকে ধাওয়া করেন। তখনই কিছুটা দূরে গিয়ে গাড়িটি রেখে পালায় দুই যুবক। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসারেরা গাড়িটি বাজেয়াপ্ত করেন।
|
এখনও সারদা-কাণ্ডের তদন্তের ভার সিবিআইকে হস্তান্তর না করার প্রতিবাদে আজ, শনিবার পথে নামছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সারদার মতো লগ্নি সংস্থার অভিযুক্ত প্রতারকদের গ্রেফতার করে তাদের শাস্তি দানে রাজ্য সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ কংগ্রেসের। এরই প্রতিবাদে আজ বিকেলে ওয়েলিংটন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন কলকাতার চার জেলার কংগ্রেস নেতৃত্ব। একই দাবি নিয়ে ফের ১৮ মে হাজরা থেকে গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করার কথা কংগ্রেসের।
|
আমানতকারীদের প্রতারণার অভিযোগ উঠেছে রবীন্দ্র সরণির এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে প্রচুর টাকা তুলেছে সংস্থাটি। শুক্রবার সকালে আমানতকারীরা বড়তলা থানায় অভিযোগ জানালে পুলিশ সংস্থার মালিকের স্ত্রী স্বর্ণলতা সাউকে গ্রেফতার করে। মালিক রাম নারায়ণ সাউ পলাতক। পুলিশ সূত্রে খবর, গত ৪ বছর সংস্থাটি চালাচ্ছেন ওই দম্পতি। তাঁদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। স্বর্ণলতাদেবীকে এ দিন আদালত ৭ দিনের পুলিশি হেফাজত দেয়।
|
নিয়ম ভেঙে অটো পার্কিংয়ের দাবিতে রাস্তা অবরোধ করলেন একদল অটোচালক। পুলিশ জানায়, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের বাইরে রাস্তার উপরে অটো রাখা যাবে না বলে জানায় কলকাতা ট্রাফিক পুলিশ। শুক্রবার তা নিয়েই বচসা বাধে। এ দিন সকাল এগারোটা থেকে ২০ মিনিটের অবরোধের জেরে যানজটও হয়।
|
শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গ্রেফতার হল। শুক্রবার, ঢাকুরিয়া থেকে। ধৃত মানস মাইতি ওরফে ভুটাই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মানস ঢাকুরিয়ার ফুটপাথবাসী এক মহিলার শ্লীলতাহানি করে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। |