|
|
|
|
ডিন নিয়ে আপত্তি রাজ্যের |
নিজস্ব সংবাদদাতা |
চার শাখায় ডিন বাছাইয়ের জন্য আট জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিনের নাম প্রস্তাব করার প্রক্রিয়া নিয়েই আপত্তি তুলল রাজ্য সরকার। ওই বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত ডিন বাছাই কমিটি নাম প্রস্তাব করলেও তার কোনও কারণ ব্যাখ্যা করেনি। প্রয়োজনীয় ব্যাখ্যা-সহ নাম প্রস্তাব করার কথা জানিয়ে রাজ্য সরকারের তরফে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।
বিশ্ববিদ্যালয়ের নতুন আইন অনুযায়ী পৃথক কমিটি গড়ে ডিন বাছাই করতে হবে। যাদবপুরের জন্য গঠিত বাছাই কমিটিতে ছিলেন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র উপাচার্য অজয় রায়, খড়্গপুর আইআইটি-র শিক্ষক পার্থপ্রতিম চক্রবর্তী এবং উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী। গত মাসে ওই কমিটি রাজ্য সরকারের কাছে কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট শাখার ডিন-পদের জন্য আটটি নাম প্রস্তাব করে চিঠি পাঠায়। কিন্তু আইন মেনে সেই চিঠিতে ওই সব নাম প্রস্তাব করার কোনও কারণ উল্লেখ করা হয়নি বলে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর।
কেন এমন হল?
ডিন বাছাই কমিটির এক সদস্য শুক্রবার বলেন, “কারণ-সহ নাম পাঠানো নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তার পরে ঠিক হয়, ঐকমত্যের ভিত্তিতে নাম পাঠানো হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হবে।
আর সেই কারণ উল্লেখ না-করায় আপত্তি তুলেছে সরকার। এটাই অবশ্য প্রথম নয়। যাদবপুরের ডিন বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছে। প্রথম বিতর্ক বাধে অভিজিৎবাবু ডিন বাছাই কমিটিতে থাকা সত্ত্বেও তাঁকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এগ্জিকিউটিভ কাউন্সিল বা ইসি-তে রাখা নিয়ে। সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত ইসি থেকে তাঁকে সরানো হয়। পার্থপ্রতিমবাবুর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে কমিটিতে রাখা নিয়ে বিতর্ক বেধেছিল। |
|
|
|
|
|