উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
পুলিশ কম, নির্বিঘ্নে
পরীক্ষা নিয়ে সংশয় |
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার: আগামী ৩১ মার্চ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। দক্ষিণ ২৪ পরগনার পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিশি ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সমস্যা। জেলা পুলিশ সূত্রের খবর, জেলার থানাগুলিতে বেশি সংখ্যক পুলিশ না থাকায় সব পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যায় পুলিশ পাঠানো সম্ভব হচ্ছে না। এর ফলে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন অনেকে। |
|
সংস্কারে অর্থ বরাদ্দ হলেও
সড়কযন্ত্রণায় নাকাল কুলপি |
নিজস্ব সংবাদদাতা, কুলপি: রাস্তার হাল এমন যে পাকা রাস্তা বলে চেনাই দায়। পিচ, খোয়া কবেই উঠে গিয়েছে। তার উপর বড় বড় গর্ত তৈরি হওয়ায় গাড়ি তো দূরঅস্ত, ওই রাস্তায় ভ্যান রিকশা, মোটরভ্যান চালানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনাও লেগে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপির নিশ্চিন্তপুর থেকে জুমাই লস্করবাজার পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তার বর্তমান চিত্র এটাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি জেলা পরিষদের হলেও তা সারানো নিয়ে তাদের কোনও মাথাব্যাথা নেই।
|
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
পঞ্চায়েত ভোটে সার্বিক ঐক্যের লক্ষ্যে আজ বৈঠক বামফ্রন্টের |
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: আগামী পঞ্চায়েত নির্বাচনে হুগলিতে সার্বিক ঐক্যের লক্ষ্যে আজ, সোমবার ফের
বৈঠকে
বসছে বামফ্রন্ট। সেই ঐক্যের রূপরেখা কী হবে, কোন আসনে কাদের প্রার্থী দেওয়া হবে, এ সব নিয়ে চূড়ান্ত
আলোচনার জন্যই ওই বৈঠক ডাকা হয়েছে বলে ফ্রন্ট সূত্রে জানা গিয়েছে। রাজ্যে ক্ষমতায় না থাকার এই অসময়ে
ফ্রন্টের অন্দরে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বিষয়টির উপর সব দলের নেতারাই জোর দিচ্ছেন। কিন্তু সর্বত্র প্রার্থী খুঁজে পাওয়াটা
যে এই আবহে বেশ কঠিন তা ঠারে-ঠোরে কবুল করছে সব শরিক দলই। তার উপর রয়েছে ঘরছাড়াদের বিষয়টি। |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ
|
|
|