১ শর বনে জাত, কার্তিক।
৩ কুক্কুটের ঝুঁটির মতো এক ফুল।
৫ বিমান।
৮ —দুর্গোত্সব।
৯ সন্ধ্যাকালে তুলসীমঞ্চে
দীপ জ্বালানো।
১১ ননি।
১২ কয়েদে আটক।
১৪ সহস্রাক্ষ, দেবরাজ ইন্দ্র।
১৬ রাক্ষস বংশ।
২০ কর্মদক্ষ।
২২ চন্দনের ফোঁটা।
২৩ বঙ্গদেশে উত্পন্ন, বঙ্গদেশীয়।
২৪ অনুযায়ী, নিয়ম—।
২৫ তিন হাজার প্রবালদ্বীপের
দেশ বাহামা-র রাজধানী।
২৭ মন্দির রূপে বিবেচিত হৃদয়।
২৮ সধবা, যার স্বামী আছে,‘—অনাথবত্’।
৩০ ন্যায় বা বিধি মেনে
চলে এমন, ন্যায়নিষ্ঠ।
৩২ মনোযোগ দিয়ে
নজর, উপলব্ধি।
৩৫ মুসলমানি নমস্কার বা সালাম।
৩৬ লুচির সঙ্গে এই
তেলেভাজাটি জমে।
৩৮ পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন।
৪০ অবরোধের মধ্যে বাস করে এমন।
৪১ রঘুমণি, রামচন্দ্র।
৪২ আমার, —বাসভবনে |
|
১ শক্তি উপাসক।
২ জলে জন্ম যার, পদ্ম।
৩ গাঁধীজির প্রথম নাম।
৪ কোমল গ্রাস।
৫ প্রভুত্ব।
৬ শোয়ার ঘর।
৭ ‘—কে তার রঞ্জন
আদর করে বলে রক্তকরবী’।
১০ প্রণয়সংগীত।
১৩ কয়েক দিন।
১৫ ক্ষরণ, প্রবাহ, আগে ‘প্র’
জুড়লে ঝরনা অর্থে চেনা যায়।
১৭ এমন অবস্থায় পড়লে
লজ্জায় মাথা কাটা যায়।
১৮ সম্পূর্ণ, একেবারেই।
১৯ গা-রগড়ানো।
২১ নিশিকান্ত, চন্দ্র।
২৩ যজ্ঞাদিতে নিবেদ্য পাঁঠা।
২৬ উদিত হচ্ছে এমন।
২৭ ‘দুই হাতে কালের —
যে সদাই বাজে’।
২৯ শক্তির বৃদ্ধি।
৩১ ‘ন’ কখন ‘ণ’ হয়
সেই সংস্কৃত বিধান।
৩৩ সূর্যকন্যা যমুনা।
৩৪ বেতন-সহ, ছুটি।
৩৫ —পরিচয়।
৩৭ প্রতিভূ, জমানত।
৩৯ শক্তি, পরাক্রম। |