টুকরো খবর
উদয়নারায়ণপুরে প্রার্থী ঘোষণা করল তৃণমূল
পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণার কাজ শুরু করে দিল তৃণমূল। রবিবার হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন ২৪২টি গ্রাম পঞ্চায়েত আসন এবং ৪৮টি পঞ্চায়েত সমিতির আসনের জন্যে প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। এর মধ্যে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনেই প্রার্থীরা হলেন মহিলা। এ দিন এই উপলক্ষে উদয়নারায়ণপুরে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা এবং দলের ব্লক স্তরের নেতারা। দেবীপুর পঞ্চায়েতে মহিলা প্রার্থী দেওয়া নিয়ে অরূপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা পরিচালিত থানা এবং মহিলা পরিচালিত আদালতের অনুকরণে জেলার একটি গ্রাম পঞ্চায়েতে সমস্ত আসনেই মহিলা প্রার্থী নির্বাচন করা হয়েছে।” তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এ বার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে পরিচ্ছন্ন-স্বচ্ছ ভাবমূর্তি এবং দলের প্রতি আনুগত্য। দুর্নীতির অভিযোগ রয়েছে, এমন কাউকে প্রার্থী করা হয়নি। বাকি বিধানসভা কেন্দ্রগুলির অধীন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে বলে জানান অরূপবাবু। জেলা পরিষদে মোট ৪০টি আসন আছে। এই আসনগুলির জন্য প্রার্থীদের নাম সুপারিশ করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা রাজ্য নেতৃত্বই প্রকাশ করবেন বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

যৌন নিগ্রহে অভিযুক্তের পরিবারের হামলা কোন্নগরে
তিন বছরের শিশুকে যৌন নিগ্রহে অভিযুক্তের আত্মীয়রা দলবল নিয়ে হামলা চালাল শিশুটির বাড়িতে। শিশুটির বাবা-মা ও দিদিকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাটি রবিবার রাতের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার হুগলির কোন্নগরে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মন্মথ বিশ্বাস ওরফে মন্টু শিশুটির প্রতিবেশী। অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। উত্তরপাড়া হাসপাতাল সূত্রে জানা যায়, মেয়েটির শারীরিক পরীক্ষায় যৌন নিগ্রহের প্রমাণ মিলেছে। এরপরই রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ অভিযুক্তের বাড়ির লোকেরা হামলা চালায় নিগৃহীতার বাড়িতে। গুরুতর আহত অবস্থায় শিশুটির মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ দু’জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, মারধরের লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

যন্ত্রে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ
জুটমিলের চলন্ত যন্ত্রে জড়িয়ে যাওয়া তার বার করতে গিয়ে ওই যন্ত্রেই পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে। মৃত শত্রুধন চৌধুরীর (২২) বাড়ি ওই এলাকাতেই।
শত্রুধন চৌধুরী
দুর্ঘটনার পরে মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে দেহ আটকে রবিবার দুপুর পর্যন্ত মিলে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। শেষ পর্যন্ত মিল কর্তৃপক্ষের ক্ষতিপূরণের আশ্বাসে বিক্ষোভ থামে। চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী বলেন, “ঘটনাটি দুঃখজনক। প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরে মিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।” তবে, মিল কর্তৃপক্ষ এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। শত্রুধন ছিলেন মিলের ‘বিন’ বিভাগের স্থায়ী শ্রমিক। শনিবার রাত দেড়টা নাগাদ কাজ চলাকালীন তিনি দেখেন, ক্লোজড সার্কিট টিভির একটি কেব্ল খুলে পাট বোনার যন্ত্রের বেল্টে পড়ে জড়িয়ে যাচ্ছে। তিনি কেব্লটি সরাতে গেলে তাঁর ডান হাতটি যন্ত্রে ঢুকে যায়। চিৎকার শুনে সহকর্মীরা এসেও তাঁকে বাঁচাতে পারেননি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহটি উদ্ধার করা হয়। এর পরেই কাজ বন্ধ করে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ। কর্তৃপক্ষ পুলিশ ডাকেন। পুলিশও প্রথমে দেহ উদ্ধার করতে পারেনি। প্রশাসনের তরফে শ্রমিকদের বোঝানোর চেষ্টা বিফল হয়। রবিবার সকাল থেকে মিল কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মহকুমা প্রশাসনের কর্তারা। দুপুর ২টো নাগাদ ক্ষতিপূরণের আশ্বাস মিললে বিক্ষোভ থামে। পুলিশ দেহ উদ্ধার করে। শ্রমিকেরা কাজে যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.