সফল সাবানা, খুশি রায়গঞ্জে |
রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত স্কুলভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থান দখল করে আগেই সাড়া ফেলে দিয়েছিল রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অষ্টম শ্রেণির স্কুলছাত্রী সাবানা খাতুন। এ বারে তারই পুরস্কৃত হওয়া ওই ছবি রাজ্য সর্বশিক্ষা মিশনের তরফে প্রকাশিত ২০১৩ সালের ক্যালেন্ডারে জায়গা করে নেওয়ায় খুশির হাওয়া ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। সম্প্রতি, সর্বশিক্ষা মিশনের তরফে ছোট-বড় তিনটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। মোট ১২ পাতার ওই ক্যালেন্ডারের এপ্রিল মাসের পাতায় সাবানার ছবি প্রকাশিত হয়েছে। সম্প্রতি রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা সর্বশিক্ষা মিশন দফতরে ওই ক্যালেন্ডার পৌঁছেছে। দফতরের তরফে এ দিন থেকেই জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শকের দফতর, স্কুল ও প্রশাসনিক দফতরে তা বিলির কাজ শুরু হয়েছে। জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক রেজানুল করিম তরফদার বলেন, বিশুদ্ধ পানীয় জলের উৎস ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে রাজ্যজুড়ে স্কুলভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দরিদ্র পরিবারের মেয়ে সাবানার ছবি প্রথম স্থান দখল করেছে। ওকে হস্টেলে রেখে সরকারি খরচে পড়া ও ছবি আঁকার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” রায়গঞ্জের টেনহরি জুনিয়র হাইস্কুলের ছাত্রী সাবানা এ বছর সপ্তম শ্রেণির ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান দখল করে অষ্টম শ্রেণিতে উঠেছে। বাবা সাজাহান আলি দিনমজুর। অসুস্থতার কারণে ঠিকমতো কাজে যেতে পারেন না। মা হুসনেয়ারা বেগম গৃহবধূ। সাবানার চার দাদা দিল্লি ও রায়গঞ্জে দিনমজুরির কাজ করেন। মূলত তাঁদের আয়েই সংসার চলে। এক দাদা নবম শ্রেণিতে পড়াশুনা করে। ছয় ভাইবোনের মধ্যে সাবানাই সবচেয়ে ছোট। সাবানা বলে, “খুব অভাবের সংসার। টাকার অভাবে প্রাইভেট টিউশন ও আঁকার প্রশিক্ষণ নিতে পারিনি। কত দিন এ ভাবে পড়াশুনা চালাতে পারব জানি না।”
|
রাজ্যে বাজেট পেশ ১২ মার্চ |
রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৮ মার্চ। ওইদিন রাজ্যপাল এম কে নারায়ণনের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশনের শুরু হবে। আগামী ১২ মার্চ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করবেন বলে বুধবার সরকারি মুখ্যসচেতক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, “রাজ্যপালের ভাষণ দিয়ে ৮মার্চ অধিবেশন শুরু হবে। ১১ মার্চ শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। পরের দিন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।” |