ব্যারাকের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ইএফআর জওয়ানের। মঙ্গলবার রাতে বোরো থানার ব্যারাকে তিনি মারা যান। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ইএফআরের ১ নম্বর ব্যাটেলিয়ানের অমরদীপ সুব্বা (২৯) নামের এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তাঁর পেটে গুলি লেগেছিল। এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।” খড়গপুরের সালুয়ায় তাঁর বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার জঙ্গলমহলের বোরো থানা চত্বরে ইএফআর জওয়ানদের একটি দল কয়েক বছর ধরে রয়েছে। ৮ ফেব্রুয়ারি অমরদীপ ঝালদা থেকে এখানে আসেন। মঙ্গলবার রাতে তিনি একাই একটি ঘরে শুয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ সেই ঘর থেকে গুলির শব্দ শুনে সবাই চমকে ওঠেন। সবাই ছুটে গিয়ে দেখেন অমরদীপ মাটিতে পড়ে রয়েছেন। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। বুধবার দুপুরে ইএফআরের পদস্থ কর্তারা বোরোয় পরিদর্শনে আসেন। বাড়ির লোকেরাও আসেন। পরে দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
|
এক প্রৌঢ়াকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জামাই ও তার দাদার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বান্দোয়ানের আমগোড়া গ্রামের ঘটনা। মৃতার নাম বিমলা মাণ্ডি (৫৫)। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে সুনীল মুর্মু নামে বেলপাহাড়ি থানার দেশমূল গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। তার ভাই অভিযুক্ত লালমোহন মুর্মুর সন্ধান করছে পুলিশ। নিহত বিমলাদেবীর সর্ম্পকে লালমোহনের পিসিশাশুড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দেশমূল থেকে লালমোহন ও তার দাদা আমগোড়ায় এসেছিলেন। বিমলাদেবীর ভাই রুহিতোষ মাণ্ডির বাড়িতে রাতে তাঁরা গল্প করছিলেন। সেই সময় হঠাৎ রুহিতোষবাবুর সঙ্গে লালমোহনদের দু’ভাইয়ের ঝগড়া বাধে। অভিযোগ তাঁরা রুহিতোষবাবুকে মারধর করেন। বিমলাদেবী বাধা দিলে লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ দেহটি উদ্ধার করে।
|
এক বধূকে ধর্ষণের অভিযোগে পড়শি যুবককে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। ধৃত ফকির রায়ের বাড়ি কাশীপুরের পাড়াশোল গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ধরে পুলিশ। বুধবার রঘুনাথপুর আদালতে তোলা হলে তার ১৪ দিন জেল হাজত হয়। মঙ্গলবার সকালে কাশীপুর থানা এলাকারই বাসিন্দা, বছর তিরিশের ওই বধূ থানায় ফকিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি জানান, মঙ্গলবার রাতে তাঁর স্বামী ছেলেকে নিয়ে স্কুলের হস্টেলে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে ফকির তাঁকে ধর্ষণ করে। ফকিরের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এ দিন অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।
|
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও ননদকে গ্রেফতার করল পুলিশ। সিমলাপাল থানার রাজাগোড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, রাজাগোড়া গ্রামের বাসিন্দা মীনা মুর্মু নামে এক বধূ মঙ্গলবার থানায় তাঁর স্বামী সমরেন্দ্রনাথ মুর্মু ও ননদ আহ্লাদী মুর্মুর বিরুদ্ধে অত্যাচার করার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ তাঁদের দু’জনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে আহ্লাদীর জামিন মঞ্জুর হয় এবং সমরেন্দ্রনাথের ৮ দিন জেল হাজত হয়।
|
বন্ধের দিন মোটরবাইকে নাতির সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়লেন ভূমি দফতরের এক কর্মী। মানবাজারের সিন্দুরপুর গ্রামের কাছে ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইকের চালক নাতির মৃত্যু হয়। গুরুতর জখম হন তাঁর দাদু মানবাজাব ব্লকের ভূমি দফতরের কর্মী ভূতনাথ মাহাতো। মৃতের নাম তাপস মাহাতো (২০)। তাঁদের বাড়ি মানবাজারের গোপালনগর গ্রামে। জখম ব্যক্তি পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|
খড়ের পালুইয়ে আগুন লাগল বড়জোড়ার পখন্নায়। মঙ্গলবার রাতের ঘটনা। দুর্গাপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন এনে আগুন নেভানো হয়। |