টুকরো খবর
বনধে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড় হালিশহরে
বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের দিন স্কুলে ছাত্র ছাত্রী কম আসায় স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল বন্ধ বিরোধীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর ২৪ পরগনার হালিশহর নবনগরের ভারতরত্ন শাস্ত্রী পাঠশালায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন সাড়ে বারোটা নাগাদ কয়েকজন ধর্মঘট বিরোধী স্কুলে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে ছাত্র ছাত্রী কেন কম এসেছে তা জানতে চান। প্রধান শিক্ষক পথিক সুজন সেনগুপ্তের অভিযোগ, “ধর্মঘট বিরোধীরা মঙ্গলবার স্কুলে এসে ধর্মঘটের দিন স্কুলে ছাত্র ও শিক্ষক উভয়কেই আসতে হবে বলে হুমকি দিয়ে গিয়েছিল। এ দিন শিক্ষকরা সবাই এলেও অধিকাংশ ছাত্রই আসতে পারেনি। ছাত্র কম এসেছে বলে স্কুলে ঢুকে আমাকে চড় মারা হয়।” নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “হামলাকারীরা বলছিল, মাইনে নেওয়ার সময় এক তারিখে মাইনে নিস। তাহলে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে না কেন?” প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্বপন কর্মকার নামে এক সহ শিক্ষক। বুধবার বিকেলে বীজপুর থানায় এই বিষয়ে একটি ডায়েরি করা হয়েছে। যদিও পুলিশ কর্তাদের দাবি, ওই ঘটনার খবর পেয়ে বিকেল পর্যন্ত স্কুলে পুলিশ থাকলেও প্রধান শিক্ষক কিংবা স্কুলের পক্ষ থেকে তখন কোনও অভিযোগ জানানো হয়নি। বিকেলের অভিযোগেও নিদিষ্ট করে কারও নাম বলা হয়নি।

গোপালনগরে যুবক খুনে ধৃত দশম শ্রেণির ছাত্র
এক যুবককে খুনের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কদমতলার কাছে বনগাঁ-চাকদহ সড়কে স্থানীয় ব্যবসায়ী অভিজিৎ রায়ের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। ধৃত নাবালকের মাকে জেরা করেই তার ছেলের বিষয়ে জানতে পারে পুলিশ। অভিজিতের শরীরে যে রক্তমাখা চাদরটি ছিল সেটিও ধৃতের ঠাকুরমার বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনার রাতে অভিজিৎ ওই নাবালকের সঙ্গে দু’বার ফোনে কথা বসেছিল। ধৃতের মা পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে অভিজিতের মোবাইল ফোনটি পুড়িয়ে দিয়েছে ও সিমকার্ডটিও ভেঙে দিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ধৃতের মায়ের সঙ্গে অভিজিতের বিবাহ বর্হিভূত সর্ম্পক ছিল। সেই কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। তবে ধৃত নাবালক নিজে খুন করেছে না কাউকে দিয়ে খুন করিয়েছে সে বিষয়ে নিশ্চিত নন পুলিশকর্তারা। উদ্ধার হয়নি নিহতের সঙ্গে থাকা মোটর বাইকটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মা ও অভিজিৎ প্রায়ই মায়াপুরে যেতেন। শেষ গিয়েছিলেন গত ১৩ ফেব্রুয়ারি। এরপরই মা ও ছেলের মধ্যে অশান্তি চরমে ওঠে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকার। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শাহরুখ খান। বুধবার তাকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে কম বয়সের কারণে বিচারক শাহরুখকে ১৪ দিনের জন্য আড়িয়াদহের ধ্রুবাশ্রমে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে পাশাপাশি বাড়ি ওই কিশোর ও কিশোরীর। কয়েক মাস আগে তাদের মধ্যে পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে। কিশোরীর বাবার দাবি, মেয়েকে বিয়ের করবে বলে প্রতিশ্রুতি দিয়ে শাহরুখ নিয়মিত মেলামেশা করত। এর ফলে তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এর পরে শাহরুখরে বিয়ের কখা বললে সে বেঁকে বসে। বিয়ে করতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে গ্রামে সালিশি বসে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এর পর বাধ্য হয়েই ওই কিশোরীর বাবা পুলিসের দ্বারস্থ হন। শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, এই ঘটনায় সঙ্গে কোনওভাবেই জড়িত নয় সে। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

মন্দিরে চুরি, ক্ষোভ
একের পর এক মন্দিরে লুঠপাটের ঘটনা ঘটে চললেও চোরেরা ধরা না পড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। গত কয়েক মাসে বসিরহাট মহকুমায় মন্দিরে চুরির ঘটনা বেশ বেড়েছে। কিন্তু প্রায় প্রতি ক্ষেত্রেই লুঠের মালপত্র উদ্ধার হওয়া তো দূর, চোরদের ধরতে পারেনি পুলিশ। যদিও পুলিসের বক্তব্য, তাঁরা চুপ করে বসে নেই। চোরদের ধরতে তল্লাশি চলছে। রাত টহল দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও যে চুরি আটকানো যায়নি তার প্রমাণ, মঙ্গলবার রাতে হাসনাবাদের ভবানীপুরের বড়গাছিয়া জোড়া মন্দিরে দুষ্কৃতীরা সোনাদানা-সহ পুজোর সরঞ্জাম, প্রণামী নিয়ে পালিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের তরফে ধীমান দাস দাবি করেন, দু’টি মন্দির থেকে সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১০ ভরি অলঙ্কার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখা যায় দু’টি মন্দিরেরই দরজার তালা ভাঙা। বিগ্রহের সমস্ত অলঙ্কার উধাও। উধাও প্রণামীর বাক্সও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ধর্ষণের চেষ্টা, ধৃত
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামনগর গ্রামে। ধৃত বিশ্বনাথ নাইয়াকে মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে প্রলোভন দেখিয়ে বিশ্বনাথ ওই নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। তার পর তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনওমতে ওই নাবালিকা পালিয়ে গিয়ে বাড়িতে বাবা-মাকে সব জানায়। মঙ্গলবার নাবালিকার পরিবারের তরফে বিশ্বনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত হচ্ছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা হয়েছে।

দুষ্কৃতী গ্রেফতার
খুন, ডাকাতি, তোলাবাজির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃত অসীম সিকদার হাবরার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে গুলিভর্তি একটি রিভলভার পাওয়া গিয়েছে। বুধবার বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নকল সোনা, ধৃত ৩
নকল সোনা বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ঘটনা ঘটে। মনিরুল খাঁ নামে এক ব্যবসায়ী ধৃতেদর কাছ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে দেড় কেজি সোনা কেনেন, পরে দেখেন তা নকল। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক বাইক চালকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ভোরে পুলিশ ডোমকলের ভগীরথপুর এলাকার রাস্তা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। গভীর রাতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা দেওয়ায় এই বিপত্তি বলে ধারণা পুলিশের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.