টুকরো খবর |
শিশুকন্যাকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার গুড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, শিশুকন্যাকে ধর্ষণের বিষয়ে মঙ্গলবার রাতে অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কিশোর পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুড়িয়া গ্রামের চার বছরের ওই শিশুকন্যা সোমবার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের এক অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পর সে বাড়ির সামনে খেলছিল। তার মা বাড়ির মধ্যে কাজ করছিলেন। এই সময় প্রতিবেশী এক কিশোর এসে ওই শিশুকন্যাকে মোবাইলে ছবি তোলার লোভ দেখিয়ে নিয়ে যায়। এরপর সে বাড়ির কিছু দূরে এক নির্জন জায়গায় ওই শিশুকন্যাকে ধর্ষণ করে পালায় বলে অভিযোগ। পরে ওই শিশুকন্যাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। রাতেই নন্দকুমার থানায় প্রতিবেশী ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
|
গাড়ির যন্ত্রাংশ চুরি, ধৃত দুই মহিলা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসস্ট্যান্ড চত্বরে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তমলুকের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে। পুলিশ জানিয়েছে, তমলুক শহরের বাসিন্দা ওই দুই মহিলাকে এ দিন গাড়ির যন্ত্রাংশ চুরির পর স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে আটকে রাখে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক পুরসভার কাছে পাঁশকুড়া বাসস্ট্যান্ড চত্বরে কিছু ঘরে বাস মালিকরা জরুরি প্রয়োজনের জন্য বাসের বিভিন্ন যন্ত্রাংশ রেখে দেন। এদিন দুপুরে দুই মহিলা বাসস্ট্যান্ড চত্বরে পাকাঘরের পিছনের দিক দিয়ে দেওয়াল কেটে কিছু দামি যন্ত্রাংশ চুরি করার সময় টের পান বাসকর্মীরা। হাতেনাতে ধরা পড়েন দু’জন।
|
স্টেডিয়াম সংস্কারে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম সংস্কারে ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় কী কাজ হবে, তা নিয়ে বুধবার এক বৈঠক হয়। ছিলেন অতিরিক্ত জেলাশাসক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক অরিন্দম দত্ত, পর্ষদ চেয়ারম্যান মৃগেন মাইতি, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণদাস পাল। ইতিমধ্যেই পূর্ত দফতর একটি পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী আগামী ৪ মার্চ স্টেডিয়াম পরিদর্শন হবে বলে এ দিন সিদ্ধান্ত হয়েছে। |
|