পূর্ব মেদিনীপুর
স্বশক্তিকরণ কর্মসূচির অনুদান থেকে বঞ্চিত ২১টি পঞ্চায়েত
যোগ্যতামান অর্জনে ব্যর্থ হওয়ায় চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় ১৩২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২১টি গ্রাম পঞ্চায়েত স্বশক্তিকরণ কর্মসূচির (আইএসজিপি) অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি গ্রাম পঞ্চায়েত প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ কর্মসূচির বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক তথা রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উপ-সচিব সৌম্য পুরকাইত এক আদেশনামায় এই তথ্য জানিয়েছেন।
অনুদান পাওয়ার জন্য অন্যতম পাঁচটি শর্তাবলীর কোনও একটি পূরণ না হলেই পাওয়া যায় না অনুদানের অর্থ। এই পাঁচটি শর্ত হল-- পরিকল্পনা ও বাজেট তৈরি, নিঃশর্ত তহবিল বাবদ প্রাপ্ত অর্থ সদ্ব্যবহার, আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে জিপিএমএস-র ব্যবহার, ইএলএ-র নিরীক্ষা (অডিট) প্রতিবেদনে বিরূপ মন্তব্য না থাকা ও গ্রাম পঞ্চায়েতের কাজের অগ্রগতির নম্বর ভিত্তিক মূল্যায়নে অন্তত ৬০ শতাংশ নম্বর অর্জন করা। আদেশনামায় বলা হয়েছে, ২০১২ সালের জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েতের কাজের বার্ষিক বহিঃমূল্যায়নের ভিত্তিতে রাজ্যের নিবার্চিত ১০০০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৮৪টি গ্রাম পঞ্চায়েত ২০১৩-১৪ আর্থিক বছরের অনুদান বা ব্লক গ্রান্ট পাওয়ার যোগ্যতামান অর্জন করেছে। রাজ্যপালের আদেশ অনুসারে যোগ্যতামান অর্জনকারী ওই পঞ্চায়েতগুলি আর্থিক বছরে অনুদান বাবদ ২০১ কোটি ০১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা পাবে। অনুদান থেকে বঞ্চিত হওয়া রাজ্যের ২১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ২১টি পঞ্চায়েত ছাড়াও বর্ধমান জেলার ৬৯টি, পশ্চিম মেদিনীপুরের ৪৬টি, বাঁকুড়া জেলার ২২টি, কোচবিহারের ১৯টি, বীরভূম জেলার ১৬টি, নদিয়ার ১৩টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি ও হাওড়া জেলার ৪টি পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ যোজনায় ২০১০-১১ সালে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক মহকুমার ৪৫টি গ্রাম পঞ্চায়েত, কাঁথি মহকুমার ৩৮টি, হলদিয়া মহকুমার ২৯টি ও এগরা মহকুমার ২০টি গ্রাম পঞ্চায়েত নিয়ে জেলার নির্বাচিত ১৩২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৩টি গ্রাম পঞ্চায়েত যোগ্যতামান অর্জন করে। যোজনায় অর্ন্তভূক্ত হয়ে পঞ্চায়েতগুলি থোক অনুদান বা ব্লক গ্রান্ট হিসেবে ২ কোটি ৫৬ লক্ষ ১৪ হাজার ৯৪৫ টাকা পায়। পরের ২০১১-১২ আর্থিক বছরে জেলার আরও ৭২টি গ্রাম পঞ্চায়েত যোগ্যতামান অর্জন করলে ১০৫টি পঞ্চায়েত প্রকল্পে ১১ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৯৬৭ টাকা পায়। পরের ২০১২-১৩ আর্থিক বছরে জেলায় ৯৯টি পঞ্চায়েত যোগ্যতামান অর্জন করে ১৮ কোটি ৯৫ লক্ষ ০৩ হাজার ১০৮ টাকা পেয়েছিল।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, তমলুক মহকুমার ১০টি, কাঁথি মহকুমার ৪টি, হলদিয়া মহকুমার ৫টি ও এগরা মহকুমার ২টি পঞ্চায়েত চলতি আর্থিক বছরের অনুদানের যোগ্যতামান অর্জন করতে পারেনি। গ্রাম পঞ্চায়েত প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ কর্মসূচি যোজনায় নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলিকে বিশ্ব ব্যাঙ্ক পাঁচ বছর ধরে বছরে ২০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা দেবে। ২০ বছর পর গ্রাম পঞ্চায়েতগুলিকে সেই টাকা শোধ করতে হবে। স্থানীয় প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতগুলি স্থানীয় জনগণকে দরকারি নাগরিক পরিষেবা দেওয়া, তার গুণগত মানোন্নয়নের জন্য পরিকাঠামো উন্নয়ন বাবদ তা খরচ করতে পারবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.