মহেশ-বোপান্নার নির্বাচন অনিশ্চিত
ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া আঞ্চলিক ‘গ্রুপ ওয়ান’ থেকে আরও নীচে নামার লজ্জা থেকে বাঁচতে ভারতকে পরের টাইয়ে ইন্দোনেশিয়াকে হারাতেই হবে। বেঙ্গালুরুতে কর্নাটক টেনিস সংস্থার মাঝারি দ্রুত ও বাউন্স সম্পন্ন হার্ডকোর্টে ৫-৭ এপ্রিল এই টাই খেলার জন্য ভারতীয় দল সামনের শনিবার দিল্লিতে নির্বাচিত হবে। দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার সোমদেব দেববর্মন এই ধরনের কোর্টে খেলতে সবচেয়ে স্বচ্ছন্দএই মতামত প্লেয়ারদের থেকে পাওয়ার পর এআইটিএ খেলার জায়গা বেছেছে। সোমদেবদের বিদ্রোহী জোট-সহ দেশের সব শীর্ষস্থানীয় প্লেয়ারকে ইন্দোনেশিয়া ম্যাচের জন্য পাওয়া যাবে বলে বুধবার জানালেন ফেডারেশনের সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এআইটিএ ভারতের প্রতিটি ডেভিস কাপের আগে দেশের সেরা প্লেয়ারদের কাছে তাঁদের ওই ম্যাচে পাওয়া যাবে কি না জানতে চায়। এ বারও চেয়েছে। ফলে সোমদেব-মহেশ-বোপান্নারা শুধু ইন্দোনেশিয়া ম্যাচের জন্য তাঁদের সার্ভিস পাওয়া যাবে বলে যে জানিয়েছেন তাতে ফেডারেশনের কোনও সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হল, মহেশ ও বোপান্না কি নির্বাচিত হবেন? অলিম্পিক-বিতর্কের জেরে এআইটিএ দু’জনের ২০১৪-র ৩০ জুন পর্যন্ত ভারতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্যতা কেড়ে নিয়েছিল। যার বিরুদ্ধে দু’জনে কর্নাটক হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পাওয়ায় আপাতত দুই প্লেয়ারই জাতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্য। তবে এআইটিএ-র এক শীর্ষকর্তা ইঙ্গিত দিলেন, মহেশ-বোপান্না আদালতের রায়ে ভারতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্যতা ফিরে পেলেও ওঁদের নির্বাচিত করার ব্যাপারটা পুরোপুরি ডেভিস কাপ নির্বাচক কমিটির ওপর। ফলে মহেশ-বোপান্নার ব্যাপারে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে সোমদেব, লিয়েন্ডার পেজ ও য়ুকি ভামব্রির নির্বাচন নিয়ে সংশয় নেই। বিষ্ণু বর্ধন ও সনম সিংহ সম্ভবত রিজার্ভ দলে থাকবেন। অন্য দিকে, দল নির্বাচনের আগের দিন ২২ ফেব্রুয়ারি দিল্লিতেই বিদ্রোহী প্লেয়ারদের সঙ্গে সমঝোতার জন্য তিনজনের যে কমিটি গড়েছে ফেডারেশন তারা এআইটিএ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.