ক্রমশ আইনের ফাঁসে আরও গভীর ভাবে জড়িয়ে পড়ছেন অস্কার পিস্টোরিয়াস। তদন্তকারী অফিসারেরা তাঁর বাড়ি থেকে যে সব প্রমাণ উদ্ধার করেছেন, তাতে খুনের পাশাপাশি মাদক ব্যবহার ও বেআইনি অস্ত্র রাখার অপরাধেও দোষী সাব্যস্ত হতে পারেন তিনি। সব মিলিয়ে রীতিমতো কোণঠাসা ‘ব্লেড রানার’।
আদালতে এ দিন পিস্টোরিয়াসের বিরুদ্ধে শুধু তাঁর বান্ধবী রিভার খুন নয়, বেআইনি অস্ত্র রাখার অভিযোগও উঠল। এ ছাড়াও তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে দু’টি বাক্স যাতে নিষিদ্ধ স্টেরয়েড টেস্টোস্টেরন ও ইঞ্জেকশন নিডল রাখা ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। এর থেকে খেলার জগতেও পিস্টোরিয়াসের অপরাধের হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি অবশ্য জানিয়েছে যে, গত বছর অগস্ট এবং সেপ্টেম্বরে পিস্টোরিয়াসের দু’বার ডোপ পরীক্ষা হয়েছিল এবং দু’বারই তিনি ডোপমুক্ত ছিলেন। অন্য দিকে, পিস্টোরিয়াসের আইনজীবী আদালতে দাবি করেছেন, তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার হওয়া বস্তু মোটেই স্টেরয়েড নয়, বরং ভেষজ ওষুধ।
বুধবার মামলার শুনানিতে হাজির ছিলেন তদন্তকারী দলের প্রধান হিল্টন বোথা। পিস্টোরিয়াস লিখিত জবানবন্দিতে জানিয়েছেন, গুলি করার সময় তাঁর ঘর অন্ধকার ছিল। কিন্তু প্রতিবেশীরা প্রত্যেকে বলেছেন, তাঁরা যখন গুলির আওয়াজ শুনতে পান, তখন অস্কারের ঘরে আলো জ্বলছিল। বাথরুমের দরজা বন্ধ থাকা অবস্থায় গুলি করার যে বিবরণ দিয়েছেন অস্কার, তা নিয়েও সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সত্যিই দরজা বন্ধ থাকলে হয়তো পিস্তল থেকে গুলি সোজা রিভার শরীরে লাগত না, তা দিগভ্রষ্ট হয়ে অন্য দিকে ছিটকে যেত। অর্থাৎ, তাঁদের সন্দেহ, দরজা খোলা অবস্থাতে রিভাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন অস্কার। যে উচ্চতা থেকে গুলি রিভার শরীরে ঢুকেছিল, তা থেকে স্পষ্ট পিস্টোরিয়াস সেই সময় সম্ভবত দাঁড়িয়ে ছিলেন। এখন পিঠ বাঁচাতে এই গল্প ফাঁদছেন।
এত সবের মধ্যে পিস্টোরিয়াসের পক্ষে যাচ্ছে একটাই ব্যাপার। বোথা স্বীকার করেছেন যে পিস্টোরিয়াসের বাথরুমের বেসিনেও একটি গুলি লেগেছিল যা তাঁরা প্রাথমিক তদন্তে দেখতে পাননি। ফলে অন্য কেউ ভেবে ভুল করে রিভাকে গুলি করার দাবি পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বোথা এ দিন আদালতকে জানান, প্রতিবেশীরা সেই রাতে ঘণ্টাখানেক ধরে তীব্র তর্কাতর্কির আওয়াজ শুনতে পেয়েছিলেন। দুর্ব্যবহার, সুন্দরীদের প্রতি অতিরিক্ত আশক্তির জন্য সম্প্রতি কুখ্যাত হয়ে ওঠা পিস্টোরিয়াসের ঘর থেকে .৩৮ ক্যালিবার গুলির যে দু’টি বাক্স পাওয়া গিয়েছে, তারও কোনও লাইসেন্স তাঁর কাছে নেই। অস্কারের আইনজীবী জানিয়েছেন, এগুলি তাঁর বাবার। |