আনন্দবাজার এক্সক্লুসিভ
‘ফাটকা কেন বলছেন, ভেবেচিন্তে করেছি তো’
ক্তার নাম মিকি আর্থার। অস্ট্রেলিয়ার স্বনামধন্য কোচ। টিম হোটেলের লাউঞ্জে বুধবার রাতে শুধুই আনন্দবাজারের ১০ প্রশ্নের একান্ত উত্তর দিলেন।

প্রশ্ন: আরে আপনারা তো হইচই ফেলে দিয়েছেন!
মিকি: কেন (হাসি)! কী হল (তাৎপর্যপূর্ণ মাথা ঝাঁকানো)।

প্র: এই যে প্রথম টেস্টের আটচল্লিশ ঘণ্টা আগে অকস্মাৎ নিজেদের এগারো ঘোষণা করে দেওয়া।
মিকি: হ্যাঁ, করে দিলাম। এটাই তো ভাল। সব কিছু জানিয়ে দেওয়া। প্লেয়াররা আর টেনশনে না থেকে মুক্ত মনে খেলতে পারবে।

প্র: স্মরণকালে ভারত সফরে এসে কোনও টিম এত আগে এগারো ঘোষণা করেনি।
মিকি: আমরা করলাম। সব তাসগুলো টেবিলে ফেলে দিলাম।

প্র: সেটা নিয়েই বিস্ময়! ইন্ডিয়া তো আগাম আপনাদের হাত দেখে ফেলল।
মিকি: ফেলুক না। হাত দেখুক। আমরা তো ফাটকা খেলিনি। যা করেছি ভেবেচিন্তে করেছি।

প্র: এই যে ভারত একটা টেনশনে ছিল। আপনারা দুটো স্পিনার খেলাবেন কি খেলাবেন না সেটাই তো চলে গেল। এ বার আপনার দল জেনে স্বচ্ছন্দে তারা টিম গোছাতে পারবে।
মিকি: গোছাক না, যত খুশি (চোখ টিপছেন)।
চেনা ছবি অচেনা মেজাজ

সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচনের পরিচিত প্রেক্ষাপট। অপরিচিত মুহূর্ত।
মাইকেল ক্লার্ক ও মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাইয়ে। ছবি: গৌতম ভট্টাচার্য
প্র: আপনারা সাড়ে তিন জন পেসার রেখেছেন। বা মোজেস এনরিকে-কে ফুল পেসার ধরলে চার জন। ভারত তো জেনে গেল আপনার ছক। এ বার যদি কাল পুরো দিনটা উইকেট রোল না করে? জল না দেয়? আপনার পেসারদের তো পিণ্ডি চটকে যাবে।
মিকি: দেখুন ভাই, কুড়িটা উইকেট তো নিতে হবে। এই তো খেলা। তা আমরা মনে করছি, এই পেসভিত্তিক কম্বিনেশনই আমাদের পক্ষে কুড়ি উইকেট সাবড়ে দেওয়ার সেরা সুযোগ।

প্র: বোলিং নিয়ে আপনার দুশ্চিন্তা কম বলছেন?
মিকি: ব্যাটিং নিয়ে উদ্বেগ বেশি। মনে রাখবেন মাইক হাসি আর পন্টিং দু’টো বিশাল জায়গা আমাদের ভর্তি করতে হচ্ছে।

প্র: সবাই বলে আপনার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা প্রবাদসুলভ। তা হাসিকে রাজি করাতে পারলেন না চূড়ান্ত ভারত সফরটা করতে?
মিকি: কথা বলেছিলাম। ও বলল, মেন্টালি পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। এর পর আর কী বলার থাকতে পারে?

প্র: কেউ কেউ বলছে, টিম এমনিতেই অজি মিডিয়ায় লিক হয়ে যেত খবর পেয়ে আপনারা সেটা আগাম জানিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যা হল, ভারতকে এটা উলটো মানসিক চাপে ফেলে দেওয়া যে, দেখেছ আমরা কত পজিটিভহাত পুরো ফেলে খেলছি!
মিকি: বললাম তো, কুড়িটা উইকেট নেওয়ার সেরা সুযোগ এ ভাবেই।

প্র: স্টিভ ওয় ভারত সফরকে বলেছিলেন, ‘চূড়ান্ত সীমান্ত’। দ্য ফাইনাল ফ্রন্টিয়ার। আপনি এই সফরকে কী নাম দেবেন?
মিকি: দ্য এক্সাইটিং জার্নি। যাত্রা-ই তো হল। আমি আর মাইকেল ক্লার্ক মিলে নতুন এক টিমকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি (হাসি)।

অস্ট্রেলিয়ার এগারো
মিকি: ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিল হিউজ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, ম্যাথু ওয়েড, মোজেস এনরিকে, পিটার সিডল, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, নাথান লিয়ঁ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.