তাঁর শেষ ক্রিকেটীয় বাসনা ছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে অবসর নেবেন। সেই নিশ্চয়তা না পাওয়ায়, আগেই তাঁকে সরে যেতে হয়। সেই ক্লার্কের দলের সঙ্গে অবশেষে তাঁর সংযোগ ঘটছে! তবে ক্রিকেট ব্যাট নয়। মাইক্রোফোন হাতে। তিনি ভিভিএস লক্ষ্মণ ভারতীয় টিভি কমেন্টেটরদের তালিকায় সর্বশেষ তারকাখচিত নাম হিসেবে যুক্ত হলেন। শুক্রবার থেকে অনুষ্ঠেয় ভারত-অস্ট্রেলিয়া সিরিজে লক্ষ্মণ ধারাভাষ্য দেবেন।
আন্তর্জাতিক ধারাভাষ্যকারদের জগতে এহেন নতুন আগন্তুক ম্যাচের দু’দিন আগেই চেন্নাইয়ে। এ দিন ধারাভাষ্যকারদের জন্য স্টার টিভি দীর্ঘ ওয়ার্কশপের আয়োজন করেছিল। তাতে লক্ষ্মণ দেরিতে ঢুকলেও শেষ অবধি ছিলেন।
ভাষ্যকারদের মধ্যেও কাউকে কাউকে আশ্চর্য দেখাল, সৌরভকে ওয়ার্কশপে না দেখে। এঁরা জানেন না, আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি সিরিজে কমেন্ট্রি করছেন না। এই পুরো সিরিজটা বিশ্রাম নিয়ে তিনি আবার জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির কমেন্ট্রি করবেন। টেলিভিশন জগতে অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে তাঁর না থাকা নিয়ে রীতিমতো ভুরু কোঁচকানো শুরু হয়ে গিয়েছে। কারও কারও সন্দেহ হয়েছে বোর্ড কোনও রকম ভাবে কলকাঠি নাড়েনি তো? যবে থেকে সৌরভ লেখা এবং কমেন্ট্রিতে ধোনির তীব্র সমালোচনা শুরু করেছেন, তবে থেকেই বোর্ড ভেতরে ভেতরে রুষ্ট হতে শুরু করেছে। এখন ভাষ্যকার নিয়োগ সম্পূর্ণ বোর্ডের অঙ্গুলিহেলনে হয়। সৌরভ নিয়ে এ জন্যই তাই কোনও কোনও মহলের দুশ্চিন্তা।
কেউ কেউ আবার মনে করেন, চ্যানেলকে বলে সৌরভের সাময়িক চলে যাওয়ার কারণ, আইপিএল খেলতে পারেন ভেবে এই সময়টা তিনি প্র্যাক্টিসের জন্য আগাম ডেট সরিয়ে রেখেছিলেন। ভাবেননি যে প্লেয়ার বা প্লেয়ার কাম মেন্টর হিসেবে একটা দলেও তিনি থাকবেন না।
স্বয়ং সৌরভ বললেন, “ধোনিকে গালাগাল করার জন্য বোর্ড আমায় সেন্সর করেছে এটা পুরো বাজে কথা। আমি নিজেই একটা ব্রেক নিলাম। টানা এই ঘুরে ঘুরে কমেন্ট্রি করা আমার পোষায় না। আবার তো সেই ইংল্যান্ড যেতেই হবে জুনে।” |