খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের পাড়ায় পর পর দু’ দিন মাধ্যমিক পরীক্ষার মুখে দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত প্রচণ্ড শব্দে সাউন্ড বক্স বাজিয়ে কলেজের অনুষ্ঠান হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। তাঁদের প্রশ্ন মন্ত্রী ওয়ার্ডেই যদি এ ধরনের ঘটনা ঘটে তা হলে তাঁরা কাকে বলতে যাবেন। বিশেষ করে প্রথম দিনই মন্ত্রীকে না পেয়ে ওয়ার্ডে দলীয় কার্যালয়ে গিয়েও অনেকে অভিযোগ জানিয়েছিলেন। এ দিনও তাঁর বাড়িতে যান কয়েকজন। কিন্তু মন্ত্রী উপনির্বাচনে প্রচারে রয়েছেন জেনে তাঁদের ফিরে আসতে হয়েছে। মাধ্যমিকের মুখে এ ভাবে কলেজে রাত পর্যন্ত জোরাল শব্দে সাউন্ড বক্স বাজিয়ে নাচ গানের অনুষ্ঠান ঠিক নয় বলেই মনে করেন শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “এ ভাবে পরীক্ষার মুখে জোরাল শব্দে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান আমি সমর্থন করি না। বিষয়টি খোঁজ নেব।”
এই ঘটনাতে বিরক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। দলীয় সূত্রে জানা জানা গিয়েছে, উপনির্বাচনের প্রচারে তিনি মালদহে ছিলেন। সেখান থেকে ফিরে উদ্যোক্তা ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলে কেন এত রাত পর্যন্ত অনুষ্ঠান করা হল তা নিয়ে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে দল সূত্রে জানা গিয়েছে। তিনি বলেন, “সময়ে অনুষ্ঠান শেষ করতে বলেছিলাম। শহরের বাইরে রয়েছি। ফিরে গিয়ে দেখব।”
কলেজে ছাত্র সংসদের অনুষ্ঠান নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে অনুষ্ঠান শেষের জন্য কলেজ কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার মুখে তার পরেও পুলিশ রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চালাতে দেওয়া নিয়ে বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই। বিশেষ করে যাদের বাড়িতে মাধ্যমিক পরীর্ক্ষাথী রয়েছে ছেলমেয়েদের নিয়ে দুর্ভোগে পড়েছেন তাঁরা। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল এই দিন এ প্রসঙ্গে বলেন, “কলেজ অনুষ্ঠানের উদ্যোক্তা ছাত্র সংসদের বিষয়টি বোঝা উচিত। পরীক্ষার মুখে যাতে রাত পর্যন্ত অনুষ্ঠান না করা হয় আমরাও তাদের সঙ্গে কথা বলছি।”
বৃহস্পতিবারও শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্র সংসদের তরফে একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই মঞ্চে। ওই কলেজের ছাত্র সংসদও তৃণমূলের ছাত্র পরিষদের দখলে। এ দিনও তাই একইরকম ভাবে দুপুর থেকে রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান হবে দেখে উদ্বিগ্ন পরীক্ষার্থীদের অভিভাবকেরা। ছাত্র শিক্ষক মহলেও বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “পুলিশ ৯টা পর্যন্ত অনুমতি দিয়েছিল। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আগে অনুষ্ঠান শেষ করা যায় কি না ছাত্র সংসদের সঙ্গে কথা বলব।” |