রূপনারায়ণ সংলগ্ন তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের মির্জাপুর খালের সংস্কার কাজের সূচনা করলেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। বুধবার খারুই এলাকার আলুয়াচক গ্রামে এক অনুষ্ঠানে এই কাজের উদ্বোধন করেন মন্ত্রী। প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই খাল সংস্কারের জন্য ৪ কোটি ৯৮ লক্ষ বরাদ্দ করেছে রাজ্যের জলসম্পদ দফতর। বরাদ্দ অর্থে মজে যাওয়া খালের মাটি খনন করে তোলা ছাড়াও খালের উপর বিভিন্ন স্থানে থাকা ৫টি কাঠের সেতু পাকা করা হবে। এ ছাড়াও স্থানীয় খসরেখা, উত্তর মির্জাপুর গ্রামে ২টি নদীজল উত্তোলক পাম্প বসানো হবে। |
মির্জাপুর খাল নামে পরিচিত খারুই-২ গ্রাম পঞ্চায়েতের আলুয়াচক গ্রাম থেকে শান্তিপুর-২ গ্রাম পঞ্চায়েতের বুড়ারি গ্রাম পর্যন্ত বিস্তৃত ওই খালটি সেচ দফতরের অধীনে থাকলেও এলাকার কৃষকদের স্বার্থে রাজ্যের জলসম্পদ দফতর এই খাল সংস্কারে উদ্যোগী হয়েছে বলে জানান তমলুকের বিধায়ক তথা জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এর ফলে খারুই ১, ২ ও শান্তিপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩টি গ্রামের ৬ হাজার কৃষক উপকৃত হবে দাবি জলসম্পদ দফতরের। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ দফতরের আধিকারিক প্রতুল রায়চৌধুরী, শহিদ মাতঙ্গিনীর বিডিও সৌগত মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি শোভা সাউ, সহ-সভাপতি বিভাস কর প্রমুখ।
|
গন্ডারের খড়্গ কিনতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই লিংকম্যান। জানা গেল, সব্জি ব্যবসায়ীর ছদ্মবেশে চলছে খড়্গ কেনাবেচা। পুলিশ জানায়, গত কাল রাতে একটি গাড়িতে চেপে চার ব্যক্তি শোনিতপুরের সুতিয়া এলাকায় খড়্গ কিনতে আসে। গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। এর মধ্যেই দু’জন পালায়। তাদের নাম করিম ও রশিদ। অন্য দুই লিংকম্যান, আজিজুর রহমান ও আবদুল রশিদকে ধরে রেখে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। তাদের জেরা করে জানা যায়, করিম ও রশিদ লাহরিজান এলাকায় সব্জি বিক্রেতার ভেক ধরে খড়্গ শিকারিদের সঙ্গে যোগাযোগ রাখে। কাজিরাঙা বা ওরাং-এ গন্ডার হত্যার পরে তারাই খড়্গ নিয়ে ডিমাপুরে পাচার করে।
|
কয়েকজন বাগান শ্রমিককে জখম করে তারপর জনরোষের শিকার হল একটি চিতাবাঘ। পুলিশ জানায়, যোরহাটের ডোকলংগিয়া চা-বাগানে গত কাল থেকে চিতাবাঘটি ঘুরে বেড়াচ্ছিল। তার সামনে পড়ে এক শ্রমিক জখম হয়। আজও এক শ্রমিক চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হয়। উত্তেজিত শ্রমিকরা চিতাবাঘটিকে ঘিরে ধরে আক্রমণ চালায়। খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে এসে শূন্যে গুলি চালিয়ে বাগান-শ্রমিকদের হঠিয়ে দেয়। কিন্তু ততক্ষণে বাঁশ, রড, দায়ের কোপে চিতাবাঘটি মারা গিয়েছে।
|
একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের দেহ উদ্ধার হয়েছে। বুধবার গরুমারা জঙ্গল সংলগ্ন ময়নাগুড়ির বুধুরামবস্তি এলাকায়। বয়সজনিত কারণে অসুস্থ বাইসনটি কয়েকদিন থেকে ওই এলাকায় ঘুরছিল। এ দিন বন দফতর চিকিৎসার প্রস্তুতি শুরু করে। তার আগেই সেটি মারা যায়। |