|
|
|
|
প্রসঙ্গ হিন্দু সন্ত্রাস |
দায় সংসদ চালানোর, দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদ চালানোর জন্য পিছু হটতে হল কংগ্রেসকে। অধিবেশন শুরুর এক দিন আগে বিজেপির চাপে ‘হিন্দু সন্ত্রাস’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করতে বাধ্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে।
বিজেপি ও সঙ্ঘ নেতৃত্ব সাফ জানিয়ে দেন, শিন্দে মন্তব্য প্রত্যাহার না করলে সংসদ চলতে দেওয়া যাবে না। আজ সকালে রাজনাথ সিংহ, অরুণ জেটলিরা সংসদ স্ট্রিটে বিরাট জনসভা করেন শিন্দের মন্তব্যের প্রতিবাদেই। সেই সভারও অনুমতি দিয়েছে শিন্দের অধীনস্থ দিল্লি পুলিশ। কিন্তু ঠিক একই সময় স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই সুষমা স্বরাজ জানান, শিন্দে ক্ষমা না চাইলে লোকসভার বিরোধী দলনেত্রীর পদ থেকেই তাঁকে ইস্তফা দিতে হয়। কারণ, শিন্দের বক্তব্য সত্যি হলে সুষমাও সন্ত্রাসবাদী।
এর পরই প্রধানমন্ত্রীর নির্দেশে শিন্দে ও কমলনাথ বৈঠক করেন সুষমার সঙ্গে। সনিয়া গাঁধী, এ কে অ্যান্টনির সঙ্গেও বৈঠক হয় শিন্দের। স্থির হয়, দুঃখপ্রকাশ করে লিখিত বিবৃতি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিবৃতি জারির আগে বিজেপি নেতৃত্বকেও তার খসড়া দেখানো হয়। সনিয়া-মনমোহন চাইছেন, বাজেট অধিবেশনে খাদ্য সুরক্ষা, জমি অধিগ্রহণ, লোকপাল ও মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিলগুলি পাশ করিয়ে নিতে। তার জন্য সংসদ সচল থাকা প্রয়োজন। মনমোহন সিংহ বলেছেন, “বাজেট অধিবেশনে আর্থিক বিষয়ে গঠনমূলক আলোচনা হবে। দেশ যে আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে, তার মোকাবিলায় সব রাজনৈতিক দলই সহযোগিতা করবে।”
কিন্তু বিজেপির সাহায্য ছাড়া সেটি সম্ভব নয়। বিজেপিও সরকারকে জানায়, শিন্দে ক্ষমা না চান, অন্তত দুঃখপ্রকাশ করলেই বিজেপি সংসদ সচল রাখতে সম্মত হতে পারে। তার পরেই আসে শিন্দের বিবৃতি। কিন্তু কংগ্রেসের আশঙ্কা, একটি বিষয় নিষ্পত্তি হলেও বিজেপি অন্য বিষয়ে সরব হবে। সে আশঙ্কা অমূলকও নয়। শিন্দে বিতর্ক নিয়ে হাঙ্গামায় ইতি টানলেও এনডিএ আগামী পরশু থেকে কপ্টার-দুর্নীতি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিন্দের বিবৃতির পরেও রাজনৈতিক ভাবে বিষয়টিকে হাতছাড়া করতে চাইছে না বিজেপি। তাদের বক্তব্য, গত এক মাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অহেতুক বিতর্ক তৈরি করেছে। পাক সন্ত্রাসবাদীদের হাত আরও শক্ত করেছে। যদিও এনডিএ-র আহ্বায়ক শরদ যাদব জানিয়েছেন, “গোটা এনডিএ সংসদ চালানোর পক্ষে। বাজেট পেশ হওয়ার পর এনডিএ বাকি বিষয় নিয়ে সংসদে সরব হবে।” |
|
|
|
|
|