|
|
|
|
এসআই খুনের বন্দুক মিলল ইটের পাঁজায় |
নিজস্ব সংবাদদাতা |
গার্ডেনরিচের রাস্তায় কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের সাব-ইনস্পেক্টর তাপস চৌধুরীকে যে-বন্দুক থেকে গুলি করা হয়েছিল, সেটি উদ্ধার করা গিয়েছে বলে সিআইডি-র দাবি। ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ সুহানকে সঙ্গে নিয়ে বুধবার রাতে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা গার্ডেনরিচেরই ফতেপুর ভিলেজ রোডের মেথরপাড়া এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির সামনে রাখা ইটের স্তূপের ভিতরে সেটি পান। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হওয়ায় হরিমোহন ঘোষ কলেজের নির্বাচন নিয়ে হাঙ্গামায় পুলিশ-হত্যা মামলায় একটি জোরদার প্রমাণ হাতে এল বলে মনে করছেন তদন্তকারীরা। |
|
তাঁদের বক্তব্য, পরবর্তী কালে ব্যালিস্টিক পরীক্ষায় প্রমাণ করা সম্ভব হবে যে, ওই বন্দুক থেকেই এসআই তাপসবাবুকে গুলি করা হয়েছিল। সিআইডি সূত্রের খবর, ঘাতক অস্ত্রটি একটি দেশি ‘পুশগান’। এতে একসঙ্গে চারটি বুলেট ভরা যায়। এক-একটি ‘ফায়ার’-এর পরে চেম্বার থেকে ব্যারেলে উঠে আসা পরের বুলেটটি আঙুল দিয়ে ঠেলে আবার ছুড়তে হয়। বন্দুকটি বিহারের মুঙ্গের অথবা পশ্চিমবঙ্গেরই কোথাও তৈরি করা হয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। তদন্তকারীরা জেনেছেন, সুহান নিজে ওই বন্দুক থেকে চারটি গুলি ছুড়েছিল। সিআইডি-র দাবি, প্রথম গুলিটি লাগে তাহের নামে এক যুবকের হাতে। দ্বিতীয়টি লাগে তাপসবাবুর বুকে। বেপরোয়া সুহান তার পরেও দু’টি গুলি ছোড়ে। তবে সেগুলি কারও গায়ে লাগেনি বলে পুলিশের দাবি। ১২ ফেব্রুয়ারি হাঙ্গামার পরে রাতেই ধরা পড়ে সুহান। সে বারবার দাবি করেছিল, ঘটনার পরে ভিড়ের মধ্যে বন্দুকটি কোথাও পড়ে গিয়েছে। তবে গোয়েন্দাদের একটানা জেরার মুখে ভেঙে পড়ে এ দিন সে অস্ত্রটির সন্ধান দেয়। |
|
|
|
|
|