হাজরা মোড়ে রাস্তা অবরোধ করার অভিযোগে বুধবার এক মহিলা-সহ ২৪ জন বনধ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ শ’দেড়েক সিপিএম সমর্থক রাস্তা অবরোধের চেষ্টা করেন। ওই এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীরা অবরোধ তুলতে গেলে তাঁদের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধ্বস্তি হয়। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে অবরোধকারীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও মদনবাবু বিক্ষোভের কথা মানতে চাননি।
|
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) দেহ মিলল। পুলিশ জানায়, বুধবার বড়তলা এলাকায় ওই ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাজির হোসেন (৩২) নামে এক যুবকের।
|
এক ট্যাক্সিচালককে মারধরের অভিযোগে তিন যুবক গ্রেফতার হল। পুলিশ জানায়, বুধবার নরেশ সাউ নামে ওই চালক এক যাত্রীকে নিয়ে হাওড়া যাচ্ছিলেন। মহাজাতি সদনের সামনে ৪-৫ জন যুবক তাঁকে থামিয়ে বিমানবন্দরে পৌঁছে দিতে বলে। নরেশের অভিযোগ, যেতে না চাইলে ওই যুবকেরা তাঁকে মারধর করে।
|
ওড়িশা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে ধরা পড়ল ২ দুষ্কৃতী। মঙ্গলবার, হেয়ার স্ট্রিটে। ধৃতদের নাম সন্তোষ রায় ও মহম্মদ নিয়াজ খান। পুলিশ জানায়, ৬ দুষ্কৃতী গত বছর ওড়িশা থেকে এক লরিচালক ও খালাসিকে মারধর করে লরি নিয়ে পালায়। বুধবার ওড়িশা পুলিশ ধৃতদের ট্রানজিট রিমান্ডে নেয়।
|
কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ৬ জন বনধ সমর্থককে। বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ স্ট্র্যান্ড রোডের ঘটনা। পুলিশ জানায়, ধৃতেরা বাম সমর্থিত ইউনিয়নের সদস্য। |