টুকরো খবর
|
এসবিআই সেনসেক্স ইটিএফ
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিং স্কিম (আরজিইএসএস)-এর অধীনে সেনসেক্স ইটিএফ প্রকল্প আনল এসবিআই মিউচুয়াল ফান্ড। এটি লগ্নি করবে সেনসেক্স-এর অন্তর্গত সংস্থাগুলির শেয়ারে। ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। এই ওপেন এন্ডেড ফান্ডে লগ্নি করা যাবে ৮ মার্চ পর্যন্ত।
|
ইউটিআই রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম
|
ইউটিআই-এর প্রকল্পটি সিএনএক্স নিফটি সূচকের অন্তর্গত শেয়ারে লগ্নি করবে। প্রকল্প ৩ বছরের। লগ্নি করা যাবে ৮ মার্চ পর্যন্ত। ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। আরজিইএসএস -এ লগ্নির ‘যোগ্য নন’, তাঁরাও টাকা ঢালতে পারবেন। তবে কর ছাড় নেই।
|
|
ডিএসপি ব্ল্যাক রক
|
ডিএসপি ব্ল্যাক রক আর জি ই এস এস ফান্ড-সিরিজ ১ প্রকল্পটি ৩ বছরের। এটি বিএসই ১০০ সূচকের অন্তর্গত সংস্থার শেয়ারে লগ্নি করবে। লগ্নির সময় ৮ মার্চ পর্যন্ত। |
আইডিবিআই মিউচুয়াল ফান্ড
|
আরজিইএসএস ভিত্তিক প্রকল্প চালু করল আইডিবিআই মিউচুয়াল ফান্ড। লগ্নির পর ৩ বছর পর্যন্ত টাকা তোলা যাবে না। ন্যূনতম লগ্নি ৫ হাজার টাকা। প্রকল্পটি এনএসই এবং বিএসইতে নথিভুক্ত করা হবে। খোলা ৯ মার্চ পর্যন্ত। |
ইন্ডিয়াবুল্স
|
নয়া একটি প্রকল্প ‘ইনকাম ফান্ড’ আনল ইন্ডিয়াবুল্স মিউচুয়াল ফান্ড। প্রকল্পটি ঋণপত্র ভিত্তিক। ওপেন এন্ডেড প্রকল্পটি প্রথম পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা। |
|