|
|
|
|
জল নেওয়া নিয়ে বিবাদে মারধর |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ ও হিরাপুর |
কল থেকে জল নেওয়া নিয়ে বিবাদে এক বধূকে মারধরের অভিযোগ উঠল রানিগঞ্জের দামালিয়ার নিচুপড়ায়। শান্তি দাস নামে ওই বধূ নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, তাঁর বাড়ির সামনে একটি সরকারি কল আছে। বুধবার দুপুরে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। কল থেকে অবৈধ ভাবে পাইপ দিয়ে জল নিচ্ছিল প্রতিবেশী কৃষ্ণচাঁদ দাসের পরিবার। শান্তিদেবীর বক্তব্য, “আমি পাইপ খুলে জল নিতে গেলে কৃষ্ণচাঁদ-সহ তাঁর পরিবারের চার জন আমাকে বেধড়ক মারধর করে।” তবে তৃণমূল নেতা তপন মুখোপাধ্যায়ের অভিযোগ, সিপিএমের পঞ্চায়েত সদস্য স্বপন বাউরির উস্কানিতেই এই ঘটনা। পুলিশের কাছে তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। স্বপনবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেন।
এ দিনই হিরাপুরে রাস্তার কলের জল নেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। নবঘণ্টি গয়লাপাড়ার কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ ভগবানের অভিযোগ, তাঁদের বাড়ির সামনে থাকা একটি কলের উপর নিয়ন্ত্রণ রাখতে চায় প্রতিবেশী শিবু পাথরদের পরিবার। বুধবার সকালে কৃষ্ণবাবুর পরিবারের সদস্যেরা জল নিতে গেলে শিবুবাবু ও তাঁর ছেলে ভোলা-সহ কয়েক জন তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। কৃষ্ণবাবুকে তাঁরা মারধরও করা হয় বলে দাবি। বাধা দিতে এসে কৃষ্ণবাবুর বোন, ভাগ্নে-সহ আটজনকে বেধড়ক মারার অভিযোগও উঠেছে শিবুবাবুদের উপর। জখম অবস্থায় ব্রিজভূষণ ও কৃষ্ণবাবুদের পরিবারের পাঁচ জনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কৃষ্ণবাবুর কথায়, হিরাপুর থানায় অভিযোগ জানাতে গেলে অভিযুক্তেরা তৃণমূলের এক স্থানীয় নেত্রীকে নিয়ে থানায় আসেন। এর পরেই পুলিশ অভিযোগ নেয়নি। উল্টে শিবুবাবুদের অভিযোগ নিয়ে নেন। তাদের ধমক দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্তাকে আমরা ফের অভিযোগ জানান বাসিন্দারা। তবে শিবুবাবুদের অভিযোগ, কৃষ্ণবাবুদের পরিবারের লোকজনই তাঁদের মারধর করেছে। মাথা ফেটে গিয়েছে ভোলাবাবুর। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কৃষ্ণবাবু এ দিন বলেন, “এ নিয়ে এক বছরে চারবার ওরা আমাদের একইভাবে আক্রমণ করল। মাস কয়েক আগেও এমন ঘটনা ঘটেছে। তখন পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছিলাম।” পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|