মনে পড়ে?


ষোড়শীমোহন দাঁ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতি
চেয়ে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের ভুলি কী করে?
বর্ধমান পুরসভার অনুষ্ঠানে যাব।

অরিতা সেন চট্টরাজ

যত দূর জানি, এটা বাংলাদেশের ঘটনা। সেখানে
বাংলা ভাষার জন্য কয়েক জন শহিদ হয়েছিলেন।
বিভিন্ন স্মরণসভায় যাওয়ার চেষ্টা করব।


শ্রিয়া মুখোপাধ্যায়

শুনলাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য দিনটি ডেডিকেট
করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।
আজকে আমার কোনও প্ল্যান নেই।

বৈজয়ন্তী মুখোপাধ্যায়

মাতৃভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে
এই দিনটায় বাংলাদেশে গুলি খেয়েছিলেন চার যুবক।
সারা দিন সুনীল সাহিত্যের সঙ্গে কাটাব।


বংশগোপাল চৌধুরী

বাংলাকে ভালবেসে রফিক, সালাম, বরকত, জব্বারের আত্মাহুতি কে ভুলবে?
সারা দিন বিভিন্ন স্মরণসভায় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করব।


সমিতা চট্টোপাধ্যায়

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি....
প্রতি বছর বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান করি।
গত কয়েক দিন মহলা চলেছে পুরো দমে।

রিমা মণ্ডল

বাংলাদেশে ভাষা নিয়ে কোনও
আন্দোলনের জন্য এই দিনটি বিখ্যাত।
সামনে পরীক্ষা। অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নেই।


স্বপন দেবনাথ

বাংলা ভাষাকে রক্ষা করতে যাঁরা প্রাণ দিয়েছেন,
তাঁদের সারা জীবন শ্রদ্ধা করেছি, আজীবন করব।
দু’জায়গায় শহিদ স্মরণ আছে। যাব।

তুফানি শেখ

ভাষা দিবস কী জিনিস, তার কিছুই জানি না।
একটা জিনিস জানি। প্রতি বছর এই দিনে
পলাশডিহায় অনুষ্ঠান হয়। দেখতে যাব।


প্রিয়াঙ্কা রায়

১৯৫২ সালে ভাষার জন্য বাংলাদেশে লোকে প্রাণ দিয়েছিল, ভাবতে অবাক লাগে।
আমার ভাই বাংলা জানে না। ওকে ভাষাটা শেখাতে চাই।


ওঙ্কার সিংহ মিনা

আমি অবাঙালি। কিন্তু কাজের সূত্রেই বাংলা জেনে
ফেলেছি। ভাষা দিবসের ইতিহাস কি ভুলতে পারি?
তথ্য-সংস্কৃতির করা অনুষ্ঠানে যাব।

অমল হালদার

এটা মাতৃভাষা রক্ষা ও সমৃদ্ধির লড়াই।
ভাষা শহিদেরা আমাদের গর্ব।
অনেক দলীয় কর্মসূচি রয়েছে। তাতে যোগ দেব।


সংযুক্তা ভট্টাচার্য

আমার প্রয়াত বাবার মুখে ১৯৫২-র
ভাষা আন্দোলনের গল্প অনেক শুনেছি।
নানা জায়গায় অনুষ্ঠান হয়। ছেলেকে নিয়ে যাব।

এসএমএইচ মির্জা

অতীতকে ভুলে গেলে চলবে না। ভাষা
দিবসের সংগ্রাম মনে রাখতে হবে।
বাংলা কথায় ইংরেজি মিশিয়ে ফেলা বন্ধ হওয়া উচিত।


রথীন ভট্টাচার্য

বাংলা ভাষা রক্ষায় আবার উদ্যোগী হতে হবে।
যেমন আমরা হয়েছিলাম ১৯৫২-তে।
টিভিতে বাংলা অনুষ্ঠান দেখব। ইংরেজি বলব না।

সন্ন্যাসী ধারা

কিছুই জানি না। সরকারও তো কিছু জানাতে পারে।
খারাপ ব্যাপার। জানা উচিত ছিল।
আমি তো সারা ক্ষণ বাংলাতেই কথা বলি।


ত্রয়িদীপা দত্ত

ভাষা দিবস কী বা কেন তা জানি না।
যা-ই হোক, বাংলা পড়তে ভাল লাগে। ওটা ভাল করে পড়ব। তাতে পরীক্ষার পড়াটা তৈরি হয়ে যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.