|
|
|
|
গাছ কাটার অভিযোগে ফের বিতর্কে সল্টলেক |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের গাছ কাটার অভিযোগ। ফের সেই একই জবাব, “গাছ কাটা নয়, গাছ ছাঁটার জন্য পুরসভাকে জানিয়েছি।” ঘটনাস্থলও সেই এক, সল্টলেক।
সম্প্রতি সল্টলেকের ডিএল ব্লক ও পরে বিজে ব্লকে গাছ কাটা নিয়ে শোরগোল তৈরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েক জনকে গ্রেফতারও করে। এমনকী প্রশাসনেরও একাংশের নাম জড়ায়। স্থানীয় কাউন্সিলরের দাবি ছিল, “গাছ কাটা নয়, ছাঁটার নির্দেশ দেন তিনি।” এর জেরেই বিতর্ক তৈরি হয়। বাসিন্দাদের অভিযোগ ছিল, একটি চক্র সক্রিয়। তদন্তের আশ্বাসও মেলে প্রশাসনের তরফে। |
|
ওপচানো ভ্যাটের পাশেই বুল ফাইট |
প্রবাল গঙ্গোপাধ্যায়, রাঁচি: উপচে পড়ছে জঞ্জাল। বেরোচ্ছে দুর্গন্ধ। আস্তাকুঁড় ঘেটে খাবার সংগ্রহ করতে রাস্তার ওপরে চলছে কুকুরদের কামড়াকামড়ি। আবার একই ভাবে ভ্যাট থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে গরুর সঙ্গে শিং ঠেকিয়ে হামেশা গরুর লড়াই রাস্তায় যানজট তৈরি করছে।
জামশেদপুরের সাকচির টিনাশেড বাজারের রাস্তার চেহারাটা এমনটাই। কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবের কারণে একটি ব্যস্ত রাস্তার এ হেন চেহারা বলেই জানিয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, ভ্যাটটি ওই জায়গা থেকে অন্যত্র সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়। |
|
|
|
শুরুই হয়নি
আবর্জনা সংগ্রহ,
নষ্ট হচ্ছে বালতি |
|
দায় এড়াতে ব্যস্ত
পুলিশ-প্রশাসন |
|
|
ডুয়ার্সে প্রতিনিধি দল |
|
|
|
|
|
|
|