অধীরকে চ্যালেঞ্জ ছুড়ে কান্দিতে
আজ মুকুল-শুভেন্দু |
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: কান্দিতে বৃহস্পতিবার তৃণমূলের জনসভায় থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও সাংসদ শুভেন্দু অধিকারীর। কেন কান্দিতে সভা? জেলার মন্ত্রী তৃণমূল নেতা সুব্রত সাহা বলেন, “বছর দু’য়েক আগে কান্দিতে শুভেন্দুবাবুর সভা করার কথা ছিল। কিন্তু সেই সময়ে তা করা যায়নি। তাই এ বার সে কথা রাখতেই কান্দিতে জনসভা করা হচ্ছে।” তবে কান্দির বিধায়ক কংগ্রেসের অপূর্ব সরকারের দাবি, “গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতেই তৃণমূল এখন কান্দিতে সভা করার কথা ভাবছে।” |
|
পুলিশও পেটালেন তেহট্টের এসডিপিও |
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: বিতর্ক পিছু ছাড়ছে না তেহট্রের মহকুমা পুলিশ অফিসার শৈলেশ শাহের। দিনকয়েক আগে তেহট্টের হাউলিয়া মোড়ে অবরোধকারীদের হটাতে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ছিলেন ওই পুলিশ কর্তা। মৃত্যু হয়েছিল স্থানীয় এক গ্রামবাসীর। গুলি চালানোর ঘটনা স্বীকারও করেছিলেন শৈলেশ। তাঁকে সাময়িক ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল জেলা সদর, কৃষ্ণনগর পুলিশ লাইনে। এ বার সেখানেই এক পুলিকর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। |
|
রাসোৎসবে উৎসব-নগরী নবদ্বীপ |
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ: পুবমুখো রাখা রাধাকৃষ্ণের বিগ্রহ। দক্ষিণমুখী শক্তি প্রতিমা। শাক্ত ও বৈষ্ণবদের এই মিলনের রাসোৎসবে পূর্ণিমার রাতে নবদ্বীপে কিন্তু প্রাধান্য বেশি শাক্তদেরই। শহরের কোনও কোনও মঠ বা মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি ঘিরে অষ্ট সখীর খোঁজ মেলে, শোনা যায় মৃদঙ্গের বোল, কীর্তনের সুর--‘বলয়া নূপুরমণি বাজয়ে কিঙ্কিনী, রাস রসে রতিরণে কি মধুর শুনি’। কিন্তু তার বাইরে সারা শহরই ভরে থাকে বিশালকায় দেব-দেবীর মূর্তি, শাক্ত আচারে। |
|
|
মনের টানেই প্রতিমা বিসর্জন দেন ওঁরা |
|
টুকরো খবর |
|
খেলার টুকরো খবর |
|
|