বিড়ি শ্রমিকদের সরকার নির্দ্ধারিত নূন্যতম মজুরি ১৫১ টাকা দাবি করল বামপন্থী ৪টি শ্রমিক সংগঠন। বুধবার রঘুনাথগঞ্জে সি পি এম, আর এস পি-সহ ৪টি বামদলের শ্রমিক সংগঠনের যৌথ কনভেনশনে মজুরি বৃদ্ধির দাবি করা হয়। বর্তমানে হাজার বিড়ি প্রতি মজুরি দেওয়া হয় ৭৫ টাকা। সিটুর বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, “গত বৈঠকে রাজ্যের শ্রমমন্ত্রী নিজেই নূন্যতম মজুরি এক বছরের মধ্যে চালু করার কথা বলেছিলেন। এখনও তা হয়নি। অবিলম্বে রাজ্য সরকারকে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে সরকার নির্ধারিত নূন্যতম মজুরি চালু করতে হবে।” শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “সব শিল্পেই শ্রমিকদের নূন্যতম মজুরি দিতে হবে এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। বিড়ি শিল্পেও তা চালু করা হবে।”
|
কৃষ্ণনগর স্টেডিয়ামে চলছে এএফসি ‘সি’ সার্টিফিকেট কোচিং কোর্স। ১৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কোর্স চলবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই ক্যাম্পে মোট ২৪ জন কোচিং নিচ্ছেন। অনুশীলন চলাকালীন আহত হয়ে পড়েন ৩ জন। বাসুদেব মণ্ডল-সহ বহু প্রাক্তন ফুটবলাররা এই কোচিং ক্যাম্পে যোগ দেন। কোচিং করাচ্ছেন ভারতীয় ফুটবল দলের দুই কোচ মারকোস প্যাচেকো ও ফোভিও মেডিরিয়া।
|
নগদ টাকা, গয়না ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। মঙ্গলবার রানাঘাটের ঘটনা। অভিযোগ, খোওয়া গিয়েছে নগদ টাকা-সহ বেশ কিছু জিনিস। পুলিশের অনুমান, বাড়িতে কেউ না থাকায় এই ঘটনা। |