|
|
|
|
উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি, বন্ধ বাস চলাচল
নিজস্ব সংবাদদাতা, গাইঘাটা: বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাস আটকে বিক্ষোভের জেরে সোমবার
থেকে বন্ধ রয়েছে বনগাঁ দক্ষিণেশ্বরের মধ্যে বাস চলাচল। বিক্ষোভের ঘটনা ঘটে সোমূবার সকালে গাইঘাটার
কলাসীমা বাজারে। পুলিশ জানিয়েছে, ওই দিন বাসিন্দারা সরকার নির্ধারিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে
বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের কয়েকটি বাস আটকে রাখেন। তার জেরে ওই রুটে কোনও বাস চলেনি। দুর্ভোগ
পোহাতে হয় নিত্যযাত্রীদের। বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি শম্ভূ দাস বলেন, “এ দিন
কলাসীমা
বাজারে যাতায়াত করা ১৫টি বাস বাসিন্দারা জোর করে আটকে দিয়েছেন।”
এর জেরে
মঙ্গলবারও ওই রুটে কোনও বাস চলেনি। |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
কারখানা খোলার আগে বকেয়া মেটাক ডানলপ, দাবি শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: ডানলপের সাহাগঞ্জ ইউনিট খোলার ব্যাপারে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ
করেছেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের সেই ‘আগ্রহ’ আদৌ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে
সংশয়ে শ্রমিকেরা। ফলে, বকেয়া বেতনের দাবিই এখন তাঁদের প্রাথমিক চাহিদা। সোমবার রাতে সিটু,
আইএনটিটি ইউসি এবং আইএনটিইউসি-র প্রতিনিধিরা চুঁচুড়ায় বৈঠকে বসেন। সব
সংগঠনকে
নিয়ে
গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটি-র দাবি, বকেয়া বেতন আগে
মিটিয়ে
দিন কর্তৃপক্ষ। তারপরে খোলা হোক কারখানা। |
|
কারখানা খোলার আগে বকেয়া মেটাক ডানলপ, দাবি শ্রমিকদের |
|
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|