বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাস আটকে বিক্ষোভের জেরে সোমবার থেকে বন্ধ রয়েছে বনগাঁ দক্ষিণেশ্বরের মধ্যে বাস চলাচল। বিক্ষোভের ঘটনা ঘটে সোমূবার সকালে গাইঘাটার কলাসীমা বাজারে। পুলিশ জানিয়েছে, ওই দিন বাসিন্দারা সরকার নির্ধারিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের কয়েকটি বাস আটকে রাখেন। তার জেরে ওই রুটে কোনও বাস চলেনি। দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের।
বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি শম্ভূ দাস বলেন, “এ দিন কলাসীমা বাজারে যাতায়াত করা ১৫টি বাস বাসিন্দারা জোর করে আটকে দিয়েছেন।” এর জেরে মঙ্গলবারও ওই রুটে কোনও বাস চলেনি। ফলে দীপাবলির দিন রাস্তায় বেরিয়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। শম্ভূবাবু বলেন, “ঋণ নিয়ে মালিকেরা বাস কিনেছেন। কিস্তির টাকা শোধ হয়নি। তার উপর এ ভাবে জোর করে বাস বন্ধ করে দেওয়ায় অনেক ক্ষতি হল। বিষয়টি জেলা পরিবহণ দফতরে জানানো হয়েছে।”
সংগঠন সূত্রে জানা গিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাস থেকে বর্ধিত বাস ভাড়া নেওয়া হচ্ছে। আগে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া ছিল ৩৫ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। বনগাঁ থেকে সড়ক পথে কলকাতায় যেতে মানুষ এই বাসগুলির উপরেই ভরসা করেন। ফলে এ দিন বাস না চলায় নাজেহাল হয়েছেন এলাকার লোক। বেশি ভাড়া দিয়ে ট্রেকার, ভ্যানে ঝুলে যাতায়াত করেছেন।
জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার সরকারি সদস্য গোপাল শেঠ বলেন, “নতুন ভাড়ার হিসেব বুঝতে মানুষের অসুবিধা হচ্ছে। পরিবহণ মন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে রাজ্য সরকারও চিন্তা-ভাবনা করছে।” জেলাশাসক ও জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার চেয়ারম্যান সঞ্জয় বনশল বলেন, “যাত্রীরা তাঁদের দাবি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে জানালে বিষয়টি বিবেচনা করা হবে।” |