বারাসতে বিদ্যুৎ-বিভ্রাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কালীপুজোর রাতে বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেল বারাসত। পুলিশ সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং হয়। বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ঢল সামলাতে নাজেহাল হয় প্রশাসন। স্থানীয় ক্লাবকর্তারা জানিয়ছেন, সাম্প্রতিক কালে এই প্রথম কালীপুজোয় বিদ্যুৎ বিপর্যয় ঘটল। বিভিন্ন পুজোর স্বেচ্ছাসেবকেরা পুলিশের সঙ্গে মিলে পরিস্থিতি সামাল দেন। একটি সাবস্টেশনে কেব্ল ফল্টের জেরে এই পরিস্থিতি বলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা জানিয়েছে। রাত সাড়ে আটটার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। |
বাবাকে খুন ছেলের
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
সম্পত্তি নিয়ে বিবাদে ছেলের হাতে খুন হলেন বাবা। ঘটনাটি ঘটে, রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের বুনোরহাট গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম খতিপ মোল্লা (৪৫)। অভিযুক্ত জমির মোল্লা পলাতক। |
নেতা খুনে আটক
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
গোপালনগরে তৃণমূল নেতা অরুণকুমার বিশ্বাসকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে কল্পনা সরকার নামে মূল অভিযুক্ত এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। |
আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ধৃত দুই দুষ্কৃতীকে জেরা করে রবিবার রাতে বাসন্তীর চড়াবিদ্যা থেকে পুলিশ ৩টি বড় একনলা বন্দুক, ১টি নাইন এমএম পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ধৃতদের নাম শরাফত গাজি ও মহাসিন মরামি। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মঙ্গলবার বসিরহাটের আশ্রমপাড়ায় অস্বাভাবিক মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানায়, এ দিন ঘরে সংজ্ঞাহীন অবস্থায় সুজয় দাসের (৬) দেহ পড়েছিল। বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। |
ধর্ষণে ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্বরূপনগরে বাংলাদেশি বালিকাকে ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবু সর্দারকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে তাকে ধরা হয়। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
পথ দুর্ঘটনায় বাসন্তীতে মৃত্যু হল মোটর বাইক আরোহীর। পুলিশ জানায় যুবকের নাম মহাদেব বর্মন (২৬)। |
বাসের ধাক্কায় মৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাসের ধাক্কায় মৃত্যু হল ব্যবসায়ীর। রবিবার রাতে মিনাখাঁর নেলি গ্রামে ওই দুর্ঘটনায় মৃতের নাম লব বারুই (৫৮)। |