l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
শপিং মলে বোমাতঙ্ক
• দুষ্কৃতিদের কুড়ুলের কোপে আহত রতুয়া থানার ওসি
•
চিকিৎসায় গাফিলতি, ভাঙচুর দুর্গাপুর মহকুমা হাসপাতালে
বিস্তারিত...
পঞ্চায়েত-পরীক্ষায় মমতার বাজি সুব্রত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চল্লিশ বছর আগেও তিনিই ছিলেন। চল্লিশ বছর পরেও সেই তিনিই। ১৯৭৩ সালে পুরসভা ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই ২০১২ সালে তিনটি জেলা পরিষদ ‘ভেঙে’ দেওয়ার সময়েও সামনে সেই সুব্রত মুখোপাধ্যায়। সাতের দশকে তাঁর মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়। এখন তাঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতমন্ত্রী সুব্রতবাবু এই সমাপতনের কথা বিলক্ষণ জানেন। তিনি বলছেন, “কোনও জেলা পরিষদ তো ভাঙা হয়নি! অচলাবস্থা তৈরি হয়েছে বলে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে শুধু।” চল্লিশ বছর আগে সুব্রতবাবু ব্যাখ্যা দিয়েছিলেন ‘নন-পারফরম্যান্স’-এর। এ বারও তাঁর ‘আনুষ্ঠানিক’ ব্যাখ্যা একই।
বিস্তারিত...
‘মুক্ত চিন্তা’র সংবাদপত্র তালিকা নিয়ে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখতে হবে, তার তালিকা সম্বলিত একটি সরকারি বিজ্ঞপ্তিকে ঘিরে প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়েছে সরকার। বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ অনেকেরই বক্তব্য, এই নির্দেশনামা অগণতান্ত্রিক এবং ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এর মধ্য দিয়ে মানুষ কী পড়বেন, কী পড়বেন না, সেটাই ঠিক করে দিতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। জনশিক্ষা ও গ্রন্থাগার দফতরের বিশেষ সচিবের সই করা ওই বিজ্ঞপ্তিতে পাঁচটি বাংলা, একটি হিন্দি এবং দু’টি উর্দু দৈনিকের নামের তালিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে ওই আটটির বাইরে অন্য কোনও সংবাদপত্র কেনা যাবে না। যার অর্থ, রাজ্যের প্রায় আড়াই হাজার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের পাঠকেরা শুধু নির্দিষ্ট আটটি খবরের কাগজই পড়ার সুযোগ পাবেন।
বিস্তারিত...
ব্যবস্থা নিতে চাননি সেনাধ্যক্ষই,
দায় এড়িয়ে গেলেন প্রতিরক্ষামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
সেনাপ্রধানকে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ নিয়ে দায় এড়ানোর পালা শুরু হয়ে গেল। ঘুষ-বিতর্কে ‘নিষ্ক্রিয়তার’ দায় আজ সেনাপ্রধানের উপরেই চাপিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। রাজ্যসভায় মন্ত্রীর বক্তব্য, সেনাপ্রধান বিজয়কুমার সিংহ তাঁকে ঘটনাটি জানানোর পরেই তিনি ব্যবস্থা নিতে বলেছিলেন। কিন্তু সেনাধ্যক্ষ জানিয়ে দেন, বিষয়টি নিয়ে তিনি আর এগোতে চান না। সেনাপ্রধান লিখিত অভিযোগ না করায় তিনিও কোনও ব্যবস্থা নিতে পারেননি বলে অ্যান্টনির দাবি। সেনাপ্রধান সিংহ সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছিলেন, অত্যন্ত নিম্ন মানের ট্রাক বিক্রির জন্য এক প্রাক্তন সেনাকর্তা তাঁকে ঘুষ দিতে চেয়েছিলেন। বিষয়টি তিনি প্রতিরক্ষামন্ত্রীকে জানালে তিনি শুধু বলেন, এ সব লোকের থেকে দূরে থাকতে হবে।
বিস্তারিত...
এ
ক রাতের জন্য সচিননগরী থেকে
মুম্বই শুধুই দ্রাবিড়ের
গৌতম ভট্টাচার্য • মুম্বই
মুম্বই এখন কার? শিবসেনারও না, বিজেপিরও না, কংগ্রেসেরও না। সচিন তেন্ডুলকরের। একে শততম সেঞ্চুরির গরমাগরম হ্যাংওভার। তা নিয়ে চতুর্দিকে বড় বড় বিলবোর্ড। এর ওপর মুম্বই ইন্ডিয়ান্সের মহাতারা। গোটা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নানান ফ্লেক্সে শোভা পাচ্ছেন সচিন। ভরপুর এই সচিননগরীতে মঙ্গলবার রাতে কেমন যেন অবাস্তব ভাবে সম্পন্ন হল রাহুল দ্রাবিড়ের ক্রিকেটীয় জীবনের অন্ত্যেষ্টি ক্রিয়া। অবাস্তব এ জন্যই যে, সমারোহের মিলিত আবেগ, গভীরতা এবং তাৎপর্যে এক-এক সময় মনে হচ্ছিল ফ্লেক্সগুলো যা-ই বলুক, এটা আসলে দ্রাবিড়-শহর। প্রাক্তন এক অধিনায়ক বললেন, এখানেই এত আবেগ। সত্যিকারের সমর্থকদের অনুষ্ঠানটা দেখতে দিলে ভালবাসার তীব্রতাটা সত্যি সত্যিই বোঝা যেত।
বিস্তারিত...
বিনোদন
টুকরো খবর
জিএসটি, তেলের দাম নিয়ে
সকলের সাহায্য চান প্রণব
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে। সংসদের দুই কক্ষে সরকারের এখন যা সংখ্যা, তাতে একার চেষ্টায় সেই কাজ করা সম্ভব নয়। তাই সকলের ‘সহযোগিতা’ চাইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কিন্তু কী সেই কঠিন সিদ্ধান্ত? প্রণববাবু এ দিন আরও এক বার ইঙ্গিত দিয়েছেন, ভর্তুকিতে রাশ টানতে তাঁরা যত দ্রুত সম্ভব পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে চাইছেন। প্রশাসনিক সূত্রে মনে করা হচ্ছে, ৩০ মার্চ বাজেট অধিবেশনের প্রথর্মাধ শেষ হওয়ার পরেই তেলের দাম বাড়ানো হতে পারে। পেট্রোলের দাম লিটার প্রতি অন্তত পাঁচ টাকা হারে বাড়ানোর দাবি তুলেছে তেল সংস্থাগুলি। এ ছাড়া, জিএসটি বা পণ্য পরিষেবা কর চালু করার পথও পরিষ্কার করতে চায় সরকার। কিন্তু এই সব কাজে শরিক তো বটেই, বিরোধীদেরও সহায়তা প্রয়োজন।
বিস্তারিত...
এ বার চাষিদের ঋণ শোধ দিতে উৎসাহ মমতার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এর আগে তিনি বলেছিলেন, সমবায়ের ঋণ শোধ না করলেও চাষিদের জমি-বাড়ি নিলাম হবে না। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছিল, তা হলে আর হয়তো বকেয়া ঋণ শোধই করবে না বেশির ভাগ চাষি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এ দিন ঋণ শোধের জন্য বাড়তি সময় এবং এক বার ঋণ শোধ করলে পরের বার কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনেকেই বলছেন, নিজের কথা থেকে সরে না এলেও ঋণ শোধ করাটা যে জরুরি, এ দিন মুখ্যমন্ত্রী সেই বার্তাই দিতে চেয়েছেন এ ভাবে। মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন রাজ্যের ‘শস্যগোলা’ বর্ধমানে দাঁড়িয়ে, ধান ও আলুর অতিফলনের জেরে গত মরসুমে আত্মঘাতী চাষিদের বেশির ভাগই যে জেলার বাসিন্দা। সেখানে চাষিদের কিষাণ কার্ড ও ব্যাঙ্ক ঋণ দিতে এসেছিলেন তিনি। ঋণ শোধের প্রসঙ্গও এসেছে সেই সূত্রেই।
বিস্তারিত...
মালিকানা-বিবাদ নিয়ে
আন্তর্জাতিক আদালতে চ্যাটার্জি গোষ্ঠী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আইনি বিবাদের শনি পিছু ছাড়ছে না হলদিয়া পেট্রোকেমিক্যালসের। রাজ্যের অন্যতম শো-পিস সংস্থার সাম্মানিক চেয়ারম্যান হিসেবে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগের দিনই এসেছে ‘ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন’-এর (আন্তর্জাতিক সালিশি আদালত) নোটিস। বাদী চ্যাটার্জি গোষ্ঠী। বিবাদী রাজ্য শিল্পোন্নয়ন নিগম, রাজ্য সরকার ও হলদিয়া পেট্রোকেমিক্যালস। মামলার বিষয়, সংস্থার মূল মালিক কে। মালিকানা নিয়ে বিতর্ক থাকলেও দু’পক্ষেরই দাবি, সংস্থার উন্নতির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই। সেই সূত্রেই ১২৮ কোটি টাকার ঋণ শেয়ারে পরিণত করার অনুমোদন দিয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পরিচালন পর্ষদ। ফলে সংস্থার ঋণের বোঝা কিছুটা কমল। বাড়ল নিট সম্পদের পরিমাণ।
বিস্তারিত...
এক নজরে...
• এনসিটিসি নিয়ে বৈঠক চেয়ে ফের ‘জোট’ মমতার
•
কলকাতায় বিমান সারাইয়ের কারখানা গড়তে তোড়জোড়
• ভিডিও-য় জবানবন্দি রাজ্যের সব থানাতেই
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
কোর্টের ধমক খেয়ে
নিজেই তদন্তে সিপি
অস্বাভাবিক মৃত্যু বাবার,
ছেলেকে দুষে মা থানায়
রাজ্য
বেড়েছে রফতানি, আলুর
দাম মেলায় খুশি চাষিরা
অটোর ‘যথেচ্ছাচার’
রোধে উদ্যোগী মন্ত্রী
দেশ
অণ্ণা-স্রোতে ভাটার টানে
খুশি কংগ্রেস, অন্য দলও
তৃতীয় ফ্রন্টের
ডাক বর্ধনের
বিদেশ
আলোচনায় জোর
মনমোহন-গিলানির
ব্যবসা
ঘুরে দাঁড়াতে প্রথম শ্রেণির
আসন ‘ছাঁটাই’ কিংফিশারের
পশ্চিমবঙ্গে ফের স্বর্ণশিল্পে
ধর্মঘট শুরু আজ থেকে
খেলা
‘জীবনে কখনও
যন্ত্রণায় বেঁকে গিয়ে
লড়াই থামিয়ে দিইনি’
কলকাতা লিগ জিততে
টপকাতে হবে শুধু
মহমেডানের বাধা
স্বাস্থ্য
বেসমেন্ট ঘুরে নমুনা নিল ফরেন্সিক দল
জীবজগত্
পাতে মাছ ফেরানোর
চেষ্টা মৎস্য দফতরের
মানুষ-চিতাবাঘ সংঘাত
রোধে স্থায়ী বন শিবির
সম্পাদকীয়
শ্রীলঙ্কাকাণ্ড
অন্য পক্ষ অবৈধ, আমিই
শুধু বৈধ, এই যুক্তি দিয়ে গণতন্ত্র চলতে পারে না
কলকাতা
৩৭.০ /২৫.০
আজকের দিনে
• ১৮৬৮:
রাশিয়ার লেখক
ম্যাক্সিম গোর্কির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.