গাড়িচুরি ‘চক্র’, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
দুর্ঘটনায় জখম হয়ে রাস্তার পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক মোটরবাইক চালক। তাঁকে উদ্ধার করে পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করান। পরে তাঁর ঠিকানা যাচাই করতে গিয়ে পুলিশ জানতে পারেন ওই ব্যক্তি আন্তঃরাজ্য গাড়ি চুরির সঙ্গে যুক্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনাটি নিতুড়িয়া থানার। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে হরিডি সেতুর কাছে এক মোটরবাইক চালককে পড়ে থাকতে দেখে উদ্ধার করেছিল নিতুড়িয়া থানার পুলিশ। স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর চিকিৎসা করানো হয়। তখন ওই ব্যক্তি জানিয়েছিল তার বাড়ি নিতুড়িয়া থানার মদনডি গ্রামে। পুলিশের দাবি, পরে জানা যায় ওই ঠিকানা ভুয়ো। তদন্তে নেমে জানা যায়, ওই ব্যক্তি আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের অন্যতম পাণ্ডা। রবিবার রাতেই পুলিশ পরমেশ্বর রায় নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, পরমেশ্বরের বাড়ি আড়শা থানার ঝুঝকা গ্রামে। পুলিশের দাবি,.পুরুলিয়া সদর থানা-সহ বর্ধমানের কিছু থানা ও ঝাড়খণ্ডেও তাঁর বিরুদ্ধে গাড়ি চুরির বেশ কিছু অভিযোগ রয়েছে। সোমবার তাঁকে র ঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। |
প্রশাসক নিয়োগ প্রতিবন্ধী স্কুলে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায়তনে প্রশাসক নিয়োগ করল রাজ্যের জনশিক্ষা প্রসার দফতর। দফতরের পক্ষ থেকে লিখিত ভাবে জেলা প্রশাসনকে এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদিকে ওই প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে মাঝে নানা অভিযোগে পড়ুয়ারা তালা ঝোলায়। প্রশাসনের হস্তক্ষেপে তা আপাত ভাবে মিটে যায়। কয়েক মাস পরে ফের পড়ুয়ারা আন্দোলনে নামে। সম্প্রতি রাজ্যের জনশিক্ষা প্রসার দফতরের অধিকর্তা জীবন চক্রবর্তী সরেজমিনে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন। এ প্রসঙ্গে হৃষিকেশবাবু বলেন, “সমস্যাগুলির বিষয়ে আমি জানি। এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিচালন সমিতি ভেঙে আগামী ছ’মাসের মধ্যে নতুন পরিচালন সমিতি গঠন করা হবে।” তাঁর আশ্বাস, খুব শীঘ্রই ওই প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে প্রশাসন কাজ শুরু করবে। |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। রবিবার রাতে বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙা রেল ফটকের কাছে এই ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিস্মিতা পতি (১৮)। কেন্দুয়াডিহি এলাকায় তাঁর বাড়ি। খবর পেয়ে রাতেই রেল পুলিশ দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী বাঁকুড়া মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। বড়জোড়ার দেজুড়িতে সোমবার সকালে মাঠের উপর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়েস ৪৫ বছর। দেহের বাইরে আঘাতের চিহ্ন ছিল না। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। |