গ্রামে দু’টি মাত্র নলকূপ। তার একটি মাস দু’য়েক আগে থেকেই অকেজো হয়ে পড়ে রয়েছে। আর দিন চারেক আগে অন্যটি থেকেও জল উঠছে না। ফলে পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে বাঁকুড়ার ইঁদপুর ব্লকের খট্টগ্রামে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্থানীয় ব্রাক্ষ্মণডিহা গ্রাম পঞ্চায়েত নলকূপ সারাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। সমস্যা মেটাতে এ বার তাই তাঁরা দ্বারস্থ হলেন বিডিও-র।
খট্টগ্রামে সব মিলিয়ে ২২০টি পরিবারের বসবাস। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই গ্রামে দুই পাড়াতে দু’টি নলকূপ রয়েছে। গ্রামের বাসিন্দা ভূদেব পাত্র, দ্বিজপদ পাঠক, শান্তি পাঠকদের অভিযোগ, “এতগুলো মানুষের জন্য মাত্র দু’টি নলকূপ। সেগুলিও খারাপ হয়ে পড়ে আছে। ফলে ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি।” তাঁদের ক্ষোভ, “গ্রামে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। কয়েক জনের বাড়ির কুয়োর ঘোলা জল খেয়ে আমরা কোনও রকমে বেঁচে রয়েছি। অথচ নলকূপ সারাতে পঞ্চায়েতের কোনও হেলদোল দেখা যাচ্ছে না।” অভিযোগ সমর্থন করে ইঁদপুর ব্লক যুব তৃণমূল সভাপতি অসীম পাঠক বলেন, “বিধানসভা নির্বাচনে খট্টগ্রামের মানুষ আমাদের দলের প্রার্থীকে বেশি ভোট দেন। গ্রামবাসীদের জব্দ করতেই সিপিএম পরিচালিত পঞ্চায়েত নলকূপ সারাতে গড়িমসি করছে।” অসীমবাবুর অভিযোগ অস্বীকার করে ব্রাক্ষ্মণডিহা পঞ্চায়েতের প্রধান, সিপিএমের বরেন পাত্র দাবি করেন, “তৃণমূল রাজনৈতিক কুৎসা করছে।” বরেনবাবুর আরও দাবি, ওই গ্রামের দু’টি নলকূপ শীঘ্রই সারানো হবে। বিডিও (ইঁদপুর) প্রভাত চট্টোপাধ্যায়ও ওই গ্রামের নলকূপ দ্রুত সারানোর আশ্বাস দিয়েছেন। |