এক বছর আগে বিদ্যুতের খুঁটি বসেছে। বিদ্যুতবাহী তারও টানা হয়ে গিয়েছে। তারপরেও বিদ্যুৎ পাননি গ্রামবাসী। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বেজডাঙা গ্রামে এখনও বিদ্যুতের আলো জ্বলেনি। এতদিন পরে বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। অবিলম্বে গ্রামে বিদ্যুৎ সংযোগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুরের লালগড় সীমানা লাগোয়া গড়গড়িয়া পঞ্চায়েতের বেজডাঙা গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস। তারমধ্যে দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের তালিকায় রয়েছে ৭৫টি পরিবার। |
খুঁটি, তার সবই আছে। নেই বিদ্যুৎ। ছবি: উমাকান্ত ধর। |
গ্রামবাসীরা জানান, গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রামে বিদ্যুতের খুঁটি বসে। তারপর সম্প্রতি বিদ্যুতবাহী তার খুঁটি থেকে খুঁটিতে টানা হয়েছে। কিন্তু তার টানা হলেও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। গ্রামবাসী জহর প্রতিহার, নির্মল বেজ, যদুপতি বেজদের ক্ষোভ, “এতদিন ধরে আমরা শুধু বিদ্যুতের খুঁটি আর তার দেখছি। বাড়িতে বিদ্যুৎ কই পেলাম!” তাঁদের অভিযোগ, “আশেপাশের মাজুরিয়া, বেলেপাল-সহ সব গ্রামেই বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। বঞ্চিত শুধু আমরা।” গ্রামেরই বাসিন্দা গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, সিপিএমের বৈশাখী মুদিও বলেন, “বিদ্যুৎ সংযোগ না পেয়ে আমরা সকলেই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে তাই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছি।” বিদ্যুৎ বণ্টন কোম্পানির সারেঙ্গার ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার সুদীপ সাহার অবশ্য দাবি, “রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা প্রকল্পে ওই গ্রামে বিদ্যুতায়নের কাজ হয়েছে। কিন্তু সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার জন্য ওই লাইনে বিদ্যুৎ চার্জ করা হয়নি।” তবে তাঁর আশ্বাস, “কাজ শেষ হলেই শীঘ্রই ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।” |