টুকরো খবর |
দুই আরএসপি সমর্থককে মারধর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সমর্থক হিসেবে আরএসপি-তে যোগ দেওয়ার দু’দিনের মাথায় দুই যুবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার সরবেরিয়া বাজারের ঘটনা। হাবিবুর মোল্লা এবং জয়দেব মৃধা নামে ওই দুই আরএসপি সমর্থকের মাথা ফেটেছে। তাঁদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। দু’জনেই আগে তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সিপিএম এবং তৃণমূল ছেড়ে প্রায় দু’হাজার কর্মী-সমর্থক আরএসপি-তে যোগ দেন। সেই দলে হাবিবুর এবং জয়দেবও রয়েছেন। সরবেরিয়া বাজারে বেশ কিছু আরএসপি সমর্থকের দোকান রয়েছে। অভিযোগ, দোকান বন্ধ রাখার জন্য তৃণমূল রবিবার রাতে হুমকি দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়ানোয় পুলিশ পিকেট বসে বাজারে। সোমবার সকালে ওই বাজারে গিয়ে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর অভিযোগ উড়িয়ে দিয়ে সকলকে দোকান খোলার ব্যাপারে আশ্বস্ত করেন। বিকেলে বাজারে যান বাসন্তীর আসএসপি বিধায়ক সুভাষ নস্কর।
সুভাষবাবু চলে যাওয়ার পরেই হাবিবুর ও জয়দেবের উপরে কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক হামলা করে বলে অভিযোগ। বাধা দিতে এসে প্রহৃত হন জয়দেবের মা-বাবা। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সুভাষবাবু বলেন, “ওই দু’জন তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দেওয়াতেই হামলা হল।” জয়ন্তবাবুর দাবি, “হামলার ঘটনায় দলের কেউ যুক্ত নন। সুভাষবাবু শুক্রবার মিছিল করেছিলেন ওই এলাকায়। তাঁরা সঙ্গে কয়েক জন সমাজবিরোধীও ছিল। এরই প্রতিবাদে স্থানীয় লোকজন ওই দু’জনের উপরে চড়াও হয়।’’ পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
উদ্ধার হয়নি নথিপত্র, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকারা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ঘটনার পর তিনদিন কেটে গেলেও বাদুড়িয়ার আড়বেলয়া জেভি হাইস্কুলে চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি চুরি যাওয়া জরুরি নথিপত্রও। এই ঘটনায় ক্ষুব্ধ স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী সকলেই। তাঁদের দাবি, এটা সাধারণ চুরির ঘটনা নয়। কারণ, দুষ্কৃতীরা নগদ টাকা ও অন্যান্য জিনিস চুরির পাশাপাশি শিক্ষকদের সার্ভিস বুক, অ্যাপ্রুভাল লেটার, হাজিরা খাতা-সহ জরুরি নথিপত্র নষ্ট করেছে এবং কিছু নথিপত্র নিয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, যারা এ সব করতে এসেছিল তারা জানত এর ফলে শিক্ষক-শিক্ষিকারা চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়বেন। তা সত্ত্বেও তারা এটা করেছে। তাই তারা যে ইচ্ছা করেই এ সব করেছে তাতে সন্দেহ নেই। পুলিশের কাছেও তাঁদের দাবি, তদন্তে ওই সমস্ত দিকগুলি বিবেচনা দ্রুত দোষীদের গ্রেফতার করা হোক। গত ১৬ মার্চ, শুক্রবার রাতে ওই স্কুলে চুরির ঘটনা ঘটে। পরদিন শনিবার বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। দেখা যায়, আলমারি ভেঙে নগদ টাকা, ক্যামেরা নেওয়ার সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা শিক্ষক-শিক্ষিকাদের চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করেছে। স্কুলের প্রধান শিক্ষক পরিমল দাস বলেন, “জরুরি কাগজপত্র নষ্ট হওয়ায় স্কুলের ২৫ জন শিক্ষক-শিক্ষিকাকে সমস্যায় পড়তে হবে। পুরো বিষয়টি শিক্ষা দফতরের আধিকারিকদের এবং পুলিশকে জানানো হয়েছে।” মহকুমা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুরির অভিযোগ পাওয়ার পরে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যথাযথ তদন্ত করা হচ্ছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
|
আচমকা ঝড়ে ক্ষতি স্বরূপনগরে |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রবিবার বিকেলে আচমকা ঝড়ে এমনই অবস্থা হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সীমান্ত লাগোয়া এলাকায়। ব্লকের গোবিন্দপুর-বিথারি, হাকিমপুর এবং বালতি-নিত্যানন্দকাটি এই তিনটি পঞ্চায়েত এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোবিন্দপুর অঞ্চলের দত্তপাড়ায় ঘর চাপা পড়ে একটি পরিবারের তিনজন জখম হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন। হাকিমপুরে ঝড়ে ঘর চাপা পড়ে জখম হন দু’জন। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, “ঝড়ে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলকে আপাতত পলিথিন দেওয়া হয়েছে। পঞ্চায়েতের তরফে তাঁদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।” বালতি-নিত্যানন্দকাটি পঞ্চায়েতের প্রধান মেহেদি হাসান জানান, ওই এলাকায় ১৫-২০টি ঘর ভেঙে পড়েছে। আংশিক ক্ষতি হয়েছে বেশ কিছু বাড়ির।
|
রেশন ডিলারকে শো-কজ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিম্নমানের চাল-গম, কম পরিমাণে কেরোসিন দেওয়া-সহ নানা দুর্নীতির অভিযোগে সোমবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁর এক রেশন ডিলারকে শো-কজ এবং সাসপেনশনের নোটিস ধরালেন মহকুমা খাদ্য আধিকারিক। মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতের ঝিকড়া গ্রামের ওই রেশন ডিলারের নাম দীপক পাত্র। মহকুমা খাদ্য আধিকারিক অরবিন্দ সরকার বলেন, “দীপকবাবুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগ পাই। তদন্ত করে একাধিক গরমিলের প্রমাণ মেলে। কেরোসিনের জন্য তাঁর আলাদা ঘর নেই। খাতাপত্র ঠিক নেই। সে জন্যই তাঁকে শো’কজ এবং সাসপেন্ড করা হল।” অরবিন্দবাবু জানান, নতুন ডিলার নিয়োগ না করা পর্যন্ত পাশের কোনও ডিলারের উপর গ্রাহকদের মালপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, বছরের পর বছর ধরে ওই ডিলারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ডিলার গ্রাহকদের ঠকাচ্ছিলেন। যদিও ডিলারের দাবি এটা তাঁর বিরুদ্ধে চক্রান্ত।
|
স্নান করতে গিয়ে নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম বিনোদ চৌরাসিয়া (৩৪)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল ঘাটে। প্রশাসনের তরফে তল্লাশি চালাতে ডুবুরি নামানো হলেও রাত পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিনোদের বাবার মৃত্যু হয়েছে। পারলৌকিক কাজের জন্যই এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ গঙ্গার ঘাটে গিয়েছিলেন বিনোদ। প্রত্যক্ষদর্শীরা জানান, স্নান করতে নেমে আচমকাই তলিয়ে যান ওই যুবক। বিনোদ সাঁতার জানতেন না বলে পুলিশ জানিয়েছে। জগদ্দল ঘাটটি ফেরিঘাট হওয়ায় স্থানীয় মাঝিরাও নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও হদিস মেলেনি। পরে লালবাজার থেকে কলকাতা পুলিশের ডুবুরিকেও আনানো হয়। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করেও বিনোদের দেহ উদ্ধার হয়নি।
|
গাঁজা-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
দুই ছিনতাইবাজকে গাঁজা-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম জাহাঙ্গীর গাজি ও মহম্মদ রবিউল আলি। ধৃতেরা উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর শানের হাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। রবিবার রাতে হালিশহর পাঁচমাথার মোড় থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, ‘‘নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় ধৃতদের বিরুদ্ধে ছিনতাই এবং লুঠপাটের একাধিক অভিযোগ রয়েছে। এ দিন ১০ কেজি গাঁজা একজনকে বিক্রির জন্য এরা অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদের ধরা হয়। ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
|
বাইক-গাড়ি সংঘর্ষে মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
মোটর বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গীও। সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের তসরালয় মোড়ের কাছে। আহত ব্যক্তিকে প্রথমে পদ্মেরহাট স্বাস্থ্যকেন্দ্রে নয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব দেবনাথ (২৬)। তাঁর বাড়ি স্থানীয় বানিবেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ ধামুয়া থেকে সরবেড়িয়ার দিকে আসা একটি গাড়ির সঙ্গে মোটর বাইকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বুদ্ধদেববাবুর। গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
|
অস্ত্র দেখিয়ে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, সোনার আংটি ও টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। রবিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে কাঁকিনাড়ার ৬ নম্বর রেল ইয়ার্ডের কাছে। পুলিশ জানিয়েছে, কাঁকিনাড়ার মানিকপিরের বাসিন্দা রাজকুমার সাউ রিকশা করে বাড়ি ফেরার সময় দুই ছিনতাইকারীর কবলে পড়েন।
|
মেধা পুরস্কার |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি এক বেসরকারি সংস্থার উদ্যোগে রাজ্যব্যাপী শিশুদের ইংরেজি অ্যাওয়ারনেস এবং স্কিল টেস্ট সংক্রান্ত মেধা পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছে ‘বসিরহাট শিশুভবন’। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ১৩ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় এই স্কুলের ১৮ জন ছাত্রছাত্রী পুরস্কার পেয়েছে। গত বছর স্কুলের ৬ জন ছাত্রছাত্রী মেধা পুরস্কার পায়।
|
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
|
—নিজস্ব চিত্র। |
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাগদায় গোয়ালবাগী খগেন্দ্রনাথ বিদ্যানিকেতন স্কুলে আয়োজন করা হয়েছিল বাৎসরিক পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রকাশিত হয় দেওয়াল পত্রিকা ‘দেয়ালিকা’। ছিল চিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ সমাদ্দার। মঞ্চস্থ হয় ছাত্রদের অভিনীত নাটক ‘ চোখে আঙুল দাদা’। নৃত্যনাট্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। |
|