|
|
|
|
তালা ভেঙে স্কুলে চুরি অশোকনগরে |
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে কয়েকটি কম্পিউটার, প্রিন্টার এবং একটি প্রজেক্টর লুঠ করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন ঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
|
লন্ডভন্ড কম্পিউটার রুম। ছবি: শান্তনু হালদার। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলের দু’জন কর্মচারি স্কুলে এসে দেখেন দোতলায় ওঠার গ্রিলের দরজার তালা ভাঙা। ভেঙে ফেলা হয়েছে কম্পিউটার রুমের চারটি তালাও। এ সব দেখে তাঁরাই সঙ্গে সঙ্গে সকলকে খবর দেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা ৭টি কম্পিউটার, ৬টি প্রিন্টার এবং একটি প্রজেক্টর লুঠ করে নিয়ে গিয়েছে। সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে ওই প্রজেক্টরটি ছাত্রছাত্রীদের জীবনবিজ্ঞান ও ভূগোল পড়ানোর জন্য দেওয়া হয়েছিল। দাম প্রায় দেড় লক্ষ টাকা। বিদ্যালয়ের শিক্ষক গৌতম সেন বলেন, “গত বছর ২৫ ডিসেম্বর স্কুলে চুরির ঘটনা ঘটে। সে বার ৩টি কম্পিউটার এবং ১০টি পাখা চুরি যায়। সেই চুরির কোনও কিনারা আজ পর্যন্ত হয়নি। তারপর ফের এই চুরি।”
প্রসঙ্গত, কিছুদিন আগে অশোকনগর থানা সংলগ্ন হাবরা থানা এলাকার রাউতারা এবং বেড়গুম এলাকার দু’টি স্কুলে চুরির ঘটনা ঘটে। কোনও ঘটনারই কিনারা করতে পারেনি পুলিশ। তবে পর পর স্কুলে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, এই কাজে একটি চক্র সক্রিয়। দিন কয়েক আগে ওই চক্রের চারজনকে গ্রেফতার করা হলেও মূল দুই পাণ্ডাকে এখনও ধরা যায়নি। পুলিশের সন্দেহ তারাই এই চুরির ঘটনায় জড়িত। |
|
|
|
|
|