পরীক্ষার জন্য থমকে ক্রিকেট লিগ
রা পরীক্ষার মরসুমে থমকে রয়েছে ক্রিকেট লিগ। মাধ্যমিক তারপরে উচ্চমাধ্যমিক। তা ছাড়া একাদশ শ্রেণীর ফাইনাল ও ইউনিট টেস্ট। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালাতে পারছেন না আঞ্চলিক ক্রীড়া সংস্থার উদ্যোক্তারা। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১১-১২ মরসুমের ক্রিকেট লিগে সিনিয়র ডিভিসনে মোট ৮ টি দলের প্রত্যেকেরই একই অবস্থা। শুধু পরীক্ষার কারণে খেলোয়াড় না পেয়ে বাধ্য হয়ে করিমপুর এ.সি. মিলান ক্লাব লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয়। বাকি ক্লাবগুলোও খেলোয়াড়ের অভাবে ধুঁকছে। ক্রীড়া সংস্থাসূত্রে জানা গিয়েছে, একই কারণে সেমিফাইনাল শেষ হলেও পিছিয়ে গিয়েছে জুনিয়র লিগের ফাইনালও।
করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক দীপঙ্কর সাহা বলেন, “এই সমস্যাটা শুধু আমাদের একার নয়, পরীক্ষার কারণে গোটা জেলা জুড়েই এই সময় খেলা চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। যে কারণে, খেলাগুলো শেষ করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। পরীক্ষার জন্যই এই বিপত্তি।” যদিও প্রশ্ন উঠেছে, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের দিনক্ষণ অনেক দিন আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়। সেক্ষেত্রে কেন সেই মতো ক্রীড়াসূচি করা হবে না? দীপঙ্করবাবুর কথায়, “সামনের বছর থেকে আমরাও পরীক্ষার মরসুমের সঙ্গে তাল মিলিয়েই খেলার সূচি তৈরি করার কথা ভাবছি। কিন্তু তাতেও যে সমস্যার কতটা সুরাহা হবে বোঝা যাচ্ছে না। কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আর সমস্যা মিটে গেল এমন তো নয়। থাকছে ইউনিট টেস্ট। সেটা আবার সব স্কুলে একইসঙ্গে হয় না। ফলে খেলোয়াড়ের ঘাটতি থেকেই যায়।” দীপঙ্করবাবুর দাবি, “স্কুলগুলো একইসঙ্গে ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক। তাহলে আমরাও সেই মতো খেলার সূচি ঠিক করতে পারব। তাহলে খেলোয়াড় কিংবা উদ্যোক্তা কারওরই কোনও সমস্যা হবে না।”
জুনিয়র লিগের সেমিফাইনালে করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে করিমপুর জামতলা নবারুণ সংঘ ১ উইকেটে পরাজিত করে করিমপুর নটরাজ ক্লাবকে। অন্য সেমিফাইনালে মহিষবাথান মাঠে যমশেরপুর ক্রিকেট ক্লাব ১০ উইকেটে করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টারকে পরাজিত করে। তবে ফাইনাল কবে নাগাদ হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে পারেননি ক্রীড়া সংস্থার কর্তারা। ১২ জানুয়ারি থেকে শুরু জুনিয়র লিগের খেলায় মোট ৯টি দল ছিল। সিনিয়র ডিভিসন ক্রিকেট লিগ শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি থেকে। মোট ৮টি দল রয়েছে। সমস্ত খেলাগুলো হচ্ছে মহিষবাথান ফুটবল মাঠে। এ পর্যন্ত ৬টি খেলার মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে যমশেরপুর ক্রিকেট ক্লাব (৮ পয়েন্ট)। করিমপুর জামতলা নবারুণ সংঘ ৪ পয়েন্ট, অভয়পুর ভারততীর্থ ক্লাব ৪ পয়েন্ট, করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।
করিমপুর রেফারিজ অ্যসোসিয়েশনের সম্পাদক তথা আঞ্চলিক ক্রীড়া সংস্থার সদস্য মাকু বিশ্বাস বলেন, “যাদের নিয়ে সারা বছর খেলাধুলো চলে, তাদের সিংহভাগই তো স্কুলের ছাত্র। পরীক্ষার মরসুমে তারা পরীক্ষা নিয়ে ব্যস্ত। স্কুলের শিক্ষাবর্ষ ও মাধ্যমিক, উচ্চমাধমিক পরীক্ষার সময় আগের থেকে অনেকটা এগিয়ে আসার কারণে এই সমস্যাটা হচ্ছে। অন্যবার পরীক্ষা শুরুর আগেই খেলা শেষ হয়ে যেত কোন অসুবিধা হত না। কিন্তু এ বার আর সেটা হল না। পরীক্ষার কথা মাথায় রেখেই আগামিতে ক্রীড়াসূচি তৈরি করা দরকার।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.