ময়ূরেশ্বর কলেজে ছাত্র সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
দারিদ্র সীমার নীচে বসবাসকারি পড়ুয়াদের টাকা বিলিকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের সমর্থকদের সঙ্গে এসএফআইয়ের সংঘর্ষ বাধল ময়ূরেশ্বর থানার মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজে। সোমবার বিকেলে এই সংঘর্ষে এক জন ছাত্র জখম হয়েছেন। ওই ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে জানা গিয়েছে। অধ্যক্ষ অমিত চক্রবর্তী বলেন, “টাকা বিলি নিয়ে শনিবার থেকে কলেজে গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এ দিনও কিছু ছাত্র আমার কাছে এসেছিল। তাদের সঙ্গে কথা বলার সময়ে উত্তেজনা সৃষ্টি হয়। তখন বলি, যারা গণ্ডগোল পাকাচ্ছে বাইরে চলে যাও। এর পরেই শুনি কলেজের বাইরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে।” এই কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে ছাত্র পরিষদ ও টিএমসিপি জোট। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ডিলন শেখ বলেন, “দুঃস্থ ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার ব্যবস্থা আমরা চালু করেছি।” তাঁর অভিযোগ, “এসএফআই সমর্থকদের এক জন অবস্থাসম্পন্ন ছাত্রদের টাকা দিতে বলে দাবি করে। এতে রাজি না হওয়ায় অধ্যক্ষের ঘর থেকে আমাকে মারতে কলেজের বাইরে নিয়ে আসে। আমাকে মারতে দেখে শ্রীকান্ত চৌধুরী নামে এক সমর্থক বাঁচাতে এলেও তাকে মারধর করা হয়। জখম অবস্থায় মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। রাতে পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যায়। আমরা থাকায় অভিযোগ করেছি।” এসএফআইয়ের লোকাল সম্পাদক সঞ্জয় দত্ত বলেন, “আমাদের ছেলারা দুঃস্থ ছাত্রদের জন্য টাকার দাবি করলে ছাত্র সংসদের সম্পাদক বলে, ‘আমরা ক্ষমতায় আছি। তোদের কেন দেব।’ এই নিয়ে ছাত্ররা অধ্যক্ষের কাছে যায়। তখন ছাত্র পরিষদ ও টিএমসিপির সমর্থকেরা তাদের মারধর করে। আমাদের ছেলারা শুধু প্রতিরোধ করেছিল। বিষয়টি পুলিশকে জানিয়েছি।” পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। |