এক বধূকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার স্থানীয় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর নিঘা নিচু সেন্টারে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ তৈয়ব। আজ, মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। স্থানীয় বাসিন্দা সন্তোষ পাসোয়ান শ্রীপুর ফাঁড়িতে লিখিত অভিযোগে জানিয়েছেন, রবিবার রাতে তাঁর অনুপস্থিতিতে মহম্মদ তৈয়ব আরও কয়েক জনকে নিয়ে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করে।
|
রাজনৈতিক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল বিধানভবনে। দুর্গাপুর ১ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আসন্ন দুর্গাপুর পুরসভার নির্বাচনে দলীয় কর্মীদের কর্তব্য ও সাংগঠনিক রূপরেখা নির্দিষ্ট করার জন্য এই সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়, জেলা কংগ্রেস (শিল্পাঞ্চল) কমিটির সভাপতি সুদেব রায়।
|
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার ৩০তম বার্ষিক অধিবেশন আয়োজিত হল রবিবার বি-জোনের বিধানভবনে। উপস্থিত ছিলেন কবি রণজিৎ দাস, গল্পকার পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, শিক্ষক সুশীল ভট্টাচার্য প্রমুখ। এ দিন বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
|
বসিরহাটের যুব কংগ্রেস সভাপতি পরিমল সর্দারের খুনিদের শাস্তির দাবিতে সোমবার আসানসোলে মোমবাতি মিছিল বের করল কংগ্রেস। সন্ধ্যায় ট্রাফিক জিমনাশিয়ামের সামনে জওহরলাল নেহরুর মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। শেষ হয় হাটন রোডে।
|
শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হল দুর্গাপুরে এ-জোনের নেতাজি ভবনে। কন্ঠসঙ্গীতে ছিলেন বিমল মিত্র, মধুমিতা মিত্র। এছাড়া সরোদ পরিবেশন করেন সোহম চট্টোপাধ্যায়। ‘সঙ্গীত ভাস্কর’ পরীক্ষায় প্রথম স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। |