আন্তঃকলেজ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। সোমবার মোহনবাগান মাঠে তারা হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে অঘোরকামিনী করে ৩৫ ওভারে ১৩৮। বাঁকুড়া খ্রিস্টান ৩০ ওভারে ৬ উইকেটে রান তুলে নেয়। অপর ম্যাচে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ৩ উইকেটে হারিয়েছে হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়কে। হরিপাল প্রথমে ৩৪.৩ ওভারে ১৪১ করে। প্রসূন ঘোষ করেন ৪১। দুর্গাপুরের সৌম্যজিৎ কর্মকার ১৯ রানে ৪ উইকেট দখল করেন। পরে দুর্গাপুর ২৫ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে। জয় দত্ত করেন ৪২। হরিপালের প্রসূন ঘোষ ২৫ রানে তিন উইকেট পান।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার রেল মাঠের খেলায় শান্তিদেবী সিসি ৭ উইকেটে বার্নপুর সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে বার্নপুর সিএ ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয়ের রান তুলে নেয় শান্তিদেবী সিসি। আসানসোল স্টেডিয়ামের খেলায় সাঁকতোড়িয়া মর্নিং ক্লাব ২০ রানে কল্যাণেশ্বরী সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে সাঁকতোড়িয়া ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কল্যাণেশ্বরী ১১৫ রানের বেশি তুলতে পারেনি। এই প্রতিযোগিতার দোমহানি মাঠের খেলায় শান্তিদেবী সিসি ৬৭ রানে ক্যাসেল ইলেভেনকে হারায়। প্রথমে ব্যাট করে শান্তিদেবী সিএ ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে ক্যাসেল একাদশ ব্যাট করতে নেমে ১০৮ রানে শেষ হয়ে যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে সোমবারের প্রথম খেলায় ক্লাব স্যান্টোস ৯৬ রানে ইয়ং স্পোর্টিংকে হারায়। প্রথমে ক্লাব স্যান্টোস ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। অভিষেক পাত্র ৫৭ রান করেন। জবাবে ইয়ং স্পোর্টিং ৯ উইকেটে ৫৮ রানের বেশি তুলতে পারেনি। অপর খেলায় উখড়ার ক্লাব ঐকতান ৯ উইকেটে হারায় বিদ্যাসাগর এসসিএ-কে। প্রথমে ব্যাট করে ৬৮ রানে শেষ হয়ে যায় বিদ্যাসাগর এসসিএ। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রানে পৌঁছে যায় ক্লাব ঐকতান। রবি পাসোয়ান অপরাজিত ৩১ রান করেন। আবির আনসারি ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ম্যাচ পরিচালনা করেন চন্দন চট্টোপাধ্যায়, পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
এআইওয়াইএফ আয়োজিত সন্তোষ সিংহ স্মৃতি ক্রিকেটে সোমবারের খেলায় বিজয়ী হল অন্ডাল এনইউসি। সিঁদুলি কোহিনুর স্টেডিয়ামের খেলায় তারা মুকুন্দপুর কিংস একাদশকে ৪৪ রানে হারায়। প্রথমে এনইউসি ৭ উইকেটে ১২৪ করে। মুকুন্দপুর কিংস ৮০-র বেশি তুলতে পারেনি। ৪২ বলে ৬৩ করে ম্যাচের সেরা কালু মণ্ডল।
|
আমরা ক’জন আয়োজিত দিন-রাতের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভূমের হেতমপুর। চুরুলিয়ার নজরুল বিদ্যাপীঠ মাঠে ফাইনালে তারা জামুড়িয়ার সাতগ্রামকে ৩-০ সেটে হারায়। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের লৌসন সিদ্দিকি।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগের প্রথম খেলায় সোমবার দুর্গাপুর শান্তি স্পোর্টিং ক্লাব জয়ী হয়। তারা নেহরু স্টেডিয়ামের খেলায় ৩-০ সেটে হারায় অ্যাটলাস ক্লাবকে। |