আলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার আলিপুরদুয়ার জংশন ইন্সস্টিটিউটের মাঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, ইসলামপুর, কোচবিহার, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের ৯০ জন প্রতিযোগী যোগ দেন। উদ্বোধন করেন আলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের সভাপতি বিশ্বরঞ্জন সরকার। ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস। ক্লাব সম্পাদক সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, ৪০-৭০ বছরের প্রতিযোগীরা যোগ দেন।
|
মারা গেলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সমিতির অন্যতম সদস্য সুজিত সেনগুপ্ত (৭১)। রবিবার শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের একটি নার্সিংহোমে তিনি মারা যান। দিন কয়েক আগে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। এর পরেই তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। এ দিন মহকুমা ক্রীড়া পরিষদে তাঁর মরদেহ আনা হলে সকলে শেষ শ্রদ্ধা জানান। ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে, ষাটের দশকের ফুটবলার ছিলেন সুজিৎবাবু।
|
আলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার আলিপুরদুয়ার জংশন ইন্সস্টিটিউটের মাঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, ইসলামপুর, কোচবিহার, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের ৯০ জন প্রতিযোগী যোগ দেন। উদ্বোধন করেন আলিপুরদুয়ার ভেটারেন্স ক্লাবের সভাপতি বিশ্বরঞ্জন সরকার। ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস। ক্লাব সম্পাদক সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, ৪০-৭০ বছরের প্রতিযোগীরা যোগ দেন।
|
গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার জংশন এলাকায়। ধৃতদের নাম ফেবু বাসকে এবং সুনীল কুমার। বাড়ি ঝাড়খন্ডে। ধৃতদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি হোটেলে ওই ২ ব্যক্তির ঘরে ঢুকে গাঁজা উদ্ধার করে। পুলিশের সন্দেহ, মণিপুর থেকে সেগুলি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত শুরু করা হয়েছে।” |