ভূ-পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা
জিয়োফিজিক্স হল বিজ্ঞানের অন্যতম বড় শাখা, যাতে ভূবিদ্যার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের নীতি এবং পদ্ধতি প্রয়োগ করা হয়। এর সাহায্যে ভূতত্ত্বের নানা দিক যেমন, পৃথিবীর অভ্যন্তরে নানান স্তরে তাপমাত্রা হেরফের, পৃথিবীর চুম্বকশক্তির তারতম্যের উৎস এমনকী মহাদেশে মহাদেশে ভূস্তরে ব্যবধানের বিষয়গুলিও ব্যাখ্যা করা হয়।
ধানবাদের ইন্ডিয়ান স্কুল অব মাইনস্-এ (http://www.ismdhanbad.ac.in/) অ্যাপ্লায়েড জিয়োফিজিক্সে তিন বছরের এম এসসি টেক এবং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এম এসসি টেক কোর্স করানো হয়। আই আই টি, খড়্গপুরে (http://www.iitkgp.ac.in/) এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে এম এসসি এবং জিয়োফিজিক্সে এম এসসি-পিএইচ ডি ডুয়াল ডিগ্রি কোর্স রয়েছে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে (http://www.andhrauniversity.info/) এই বিষয়ে তিন বছরের এম এসসি (টেক) ছাড়াও হাইড্রোলজি এবং মেরিন জিয়োফিজিক্সে দু’বছরের এম এসসি কোর্স করা যায়। এ ছাড়া এখানে এম ফিল এবং পিএইচ ডি কোর্সও আছে। অধিকাংশ প্রতিষ্ঠানেই বিভিন্ন কোর্সে ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।

ফোকাস


শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়

হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চাই। কোথায় পড়তে পারি? খরচ কেমন? চাকরির সুযোগ-সুবিধা কেমন?


উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনলজি-র অধীনে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করা যায় জর্জ গ্রুপ অব কলেজেস-এ (২২১৭৬১৪২)। খরচ: ভর্তির সময় ৪১,০০০ টাকা এবং প্রতি সেমেস্টার ২৫,০০০ টাকা। টেকনো ইন্ডিয়া-য় (ফোন: ২৩৫৭৫৬৮৩) হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সময় লাগে ৪৫,৭৫০ টাকা। সেমেস্টার পিছু ২৭,০০০ টাকার কাছাকাছি। রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস (ফোন: ২৪৩৬৪০০০)-এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি-র অধীনে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়। খরচ ৩৭,৫০০ টাকা। পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রয় রিসার্চ সেন্টার (ফোন: ২৪৬২০০৭১-৭৩) -এ হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি কোর্স আছে। ২ বছরের পুরো সময়ের কোর্সের জন্য যে-কোনও শাখায় অনার্স থাকলে আবেদন করা যাবে। মোট খরচ পড়বে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অব টেকনলজি এবং গুরু নানক ইনস্টিটিউট অব ফার্মাসুউটিক্যাল সায়েন্সে অ্যান্ড টেকনলজি-তে (ফোন: ৯৪৩২০১২৫৬৫) হসপিটাল ম্যানেজমেন্টের ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্স আছে। খরচ পড়ে ২ লক্ষ ৫ হাজার টাকা। আই আই এস ডব্লিউ বি এম-এ ২ বছরের পাবলিক সিস্টেমস ম্যানেজমেন্ট-এর অন্যতম স্পেশালাইজেশন করা যায় হেলথ কেয়ার এবং হসপিটাল-এ। অনার্স গ্র্যাজুয়েট অথবা যে-কোনও প্রফেশনাল যোগ্যতা থাকলে ‘ম্যাট’ পরীক্ষা দিয়ে এটি পড়া যাবে। খরচ পড়বে ৩ লক্ষ ৩৩ হাজার টাকা।

উচ্চ মাধ্যমিকের পরে ‘সংগীত’ নিয়ে স্নাতক স্তরে পড়তে ইচ্ছুক। রাজ্যে কোন প্রতিষ্ঠানে বিষয়টি পড়ার সুযোগ রয়েছে?


পশ্চিমবঙ্গে সংগীত নিয়ে স্নাতক স্তরে পড়ানো হয় মূলত বিশ্বভারতী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব ফাইন আর্টস-এর অধীনে রবীন্দ্রসংগীত ও ভোকাল মিউজিক-এ ৩ বছরে অনার্স কোর্স আছে। যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এবং যে বিষয়ে অনার্স নিতে চায়, সে বিষয়ে বিশেষ দক্ষতা। এ ছাড়া ২ বছরের স্পেশাল অনার্স (বি এ) কোর্সও আছে। সেখানে যোগ্যতা লাগে স্নাতক উত্তীর্ণ। ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসংগীতে এম এ-ও করা যায়। সে ক্ষেত্রে রবীন্দ্রসংগীত অথবা ভোকাল মিউজিকে অনার্স অথবা স্পেশাল অনার্স থাকতে হবে। অথবা অন্য যে-কোনও বিষয়ে অনার্স করার পর যে ধরনের সংগীতে এম এ পড়তে চায়, তাতে বিশেষ দক্ষতা থাকতে হবে। এ ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় স্বীকৃত কিছু প্রতিষ্ঠানেও রবীন্দ্রসংগীত ও ভোকাল মিউজিকে ডিপ্লোমা কোর্স আছে।
বিশ্বভারতীর সংগীত ভবনে ৩ বছরের কোর্সে রবীন্দ্রসংগীত, হিন্দুস্থানি ক্লাসিকাল মিউজিক দু’টিতেই বি মিউজ (অনার্স) পড়া যায়। যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। সুযোগ আছে এম মিউজ এবং গবেষণা করারও।
বেঙ্গল মিউজিক কলেজে (০৩৩-২৪৬৬২৬৯২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি মিউজ করানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি মিউজিক বিষয় হিসেবে না থাকে, তা হলেও উত্তীর্ণ প্রার্থীকে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি করা হয়। এখানে এম মিউজ করা যাবে।

দ্বাদশ শ্রেণির ছাত্র। ভবিষ্যতে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অ্যানথ্রোপলজি নিয়ে পড়তে চাই। কোথায় পড়ানো হয়?


উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের যদি বায়োলজি থাকে তবে তারা নৃতত্ত্বে অনার্স পড়তে পারবে। পাশাপাশি ইংরেজিতে ভাল দখল থাকতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়র অধীনে অ্যানথ্রোপলজি অনার্স আছে বঙ্গবাসী ডে কলেজে, বঙ্গবাসী সান্ধ্য কলেজ, বেহালা বিবেকানন্দ কলেজ ইত্যাদিতে। এ ছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কিছু কলেজে নৃতত্ত্ব অনার্স পড়া যায়। অ্যানথ্রোপলজিতে অনার্স না থাকলেও এম এসসি পড়া যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে। সে ক্ষেত্রে সোশিয়োলজি, বটানি, জুঅলজি ইত্যাদি বিষয়ে অনার্স থাকতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্সের নম্বরের ভিত্তিতে এম এসসিতে সরাসরি ভর্তি করা হয়। আর সর্বভারতীয় স্তরে দিল্লি, পুণে, চেন্নাই, লখনউ, অন্ধ্র, গুয়াহাটি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ খুবই উল্লেখযোগ্য।
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের বিষয় জানানো
হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও। খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.