মোমবাতি মিছিল নিয়ে তানিশা আলি স্মরণযা এর আগে বহরমপুর শহর কোনও দিন দেখিনি। গত ২৭ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বারাসত থানার রাজারহাটের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী বহরমপুরের তানিশা আলির মৃত্যু হয়। পরিবারের তরফে দাবি করা হয়েছে, তানিশার মৃত্যু নিয়ে যে তথ্য তাঁরা পেয়েছেন, তাতে নানা অসঙ্গতি রয়েছে।
ওই পরিবারের তরফে রোমানা হাসান বলেন, “স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন বক্তব্যে অসঙ্গতি দেখে সন্দেহ হচ্ছে এটা নিছক দুর্ঘটনা নয়।” সেই ব্যাপারে তাঁরা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। সেই সঙ্গেই এই দিন বহরমপুরে ওই পরিবারের তরফে তানিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় ও সিআইডি তদন্ত দাবি করে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে যোগ দেন ওই পরিবারের সদস্য ও বন্ধুরা ছাড়াও আর বহু মানুষ। মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছেও তাঁরা সেই দাবি জানিয়েছেন। |
পুলিশ সুুপার হুমায়ুন কবীর বলেন, “পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যে ভাবে তদন্ত চলছে তাতে তানিশার পরিবারের লোকজন খুশি নন বলে আমাকে জানিয়েছেন। সিআইডি’কে দিয়ে তদন্ত করাতে হলে কী করা উচিত, সে ব্যাপারে তাঁরা জানতে চান। আমি তাঁদের বলেছি, ডিজি বা ডিআইজি সিআইডি’র কাছে গিয়ে বিষয়টি জানাতে।” তবে পুলিশ সুপার নিজেই এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কথা বলেছেন বলেও জানান। জেলাশাসক রাজীবকুমার বলেন, “ওই পরিবারের স্মারকলিপি পেয়েছি।”
সম্মেলন। পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতির নদিয়া শাখার সম্মেলন রবিবার রানাঘাট কলেজে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, স্থানীয় বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, কল্যাণীর পুরপ্রধান প্রদীপকুমার শূর, সংগঠনের সভাপতি সুভাষ কুণ্ডু। |