স্কুলের মিড ডে মিলের চাল নিয়ে ফের বিতর্কের মুখে মুরুটিয়া থানার সীমান্তবর্তী দাঁড়েরমাঠ উচ্চ বিদ্যালয়। স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে অন্যত্র বিক্রি করা হচ্ছে এই অভিযোগ তুলে শনিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির এক সদস্য-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের দু’জনকে রবিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক তথা এলাকার সিপিএম বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করিমপুরের সি আই বিমলকুমার বিশ্বাস বলেন, “ওই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে স্কুলের মিড ডে মিলের চাল বোঝাই করা ওই গাড়িটিকেও। |
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।” তবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ওই চাল মোটেই পাচার করা হচ্ছিল না। প্রধানশিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, “স্কুলে মিড ডে মিলের বেশ কিছু চাল নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো আর রান্না করে খাওয়ার মতো অবস্থায় ছিল না। তাই স্কুল পরিচালন সমিতির আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, এই চাল কাউকে দিয়ে ভাল চাল নিয়ে আসা হবে। সেই মতো শনিবার বিকেলে ওই চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।’’ স্কুল পরিচালন সমিতির সম্পাদক প্রণব বিশ্বাস বলেন, “২৫ ফেব্রুয়ারি স্কুল পরিচালন সমিতির আলোচনায় সকলের উপস্থিতিতেই লিখিত ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা সকলেই জানতেন। এখানে চুরির প্রশ্ন আসছে কোথা থেকে? এটা এক ধরনের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।” করিমপুরের ১ ব্লকের বিডিও সুমন্ত রায় বলেন, “নানা কারণে ওই স্কুলে মিড ডে মিলের কিছু চাল নষ্ট হয়ে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি আমাকে জানিয়েছিলেন। ওই চালগুলো নিয়ে কী করা হবে, সেই বিষয়ে স্কুলের পরিচালন সমিতির আলোচনায়ও বসবারও কথা ছিল। তবে তারপরে ঠিক কী হয়েছে, সেটা আমার জানা নেই। শনিবারের ওই ঘটনার তদন্ত করতে সোমবার ওই স্কুলে ব্লক থেকে একটি দল যাবে।” |