টুকরো খবর |
জলের পাইপ চুরি, খড়ারে, গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
খড়ার পুরএলাকার উদয়গঞ্জ থেকে পাইপ চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে চুরি যাওয়া পাইপ-সহ চার জনকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। শনিবার ধৃতদের ঘাটাল আদালতে পাঠানো হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, ঘাটাল থানার খড়ার পুর এলাকায় বর্তমানে পানীয় জলের জন্য পাইপ লাইনের কাজ চলছে। গত বৃহস্পতিবার রাতে গোটা কুড়ি পাইপ চুরি হয়ে যায়। পুরসভার পক্ষ থেকে শুক্রবার ঘাটাল থানায় অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া পাইপগুলি কয়েকজনের কাছ থেকে কিনেছেন ঘাটাল থানার রাধানগর সংলগ্ন নকুলবাজারের ব্যবসায়ী নির্মল পণ্ডিত।পুলিশ প্রথমে নির্মলবাবুকে গ্রেফতার করে এবং তাঁর গোডাউন থেকে প্রায় লক্ষাধিক টাকার ওই পাইপগুলি উদ্ধার করে। জেরায় নির্মলবাবু পুলিশকে জানান, মুর্শিদাবাদের তিন শ্রমিক পাইপগুলি চুরি করে ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে বিক্রি করেছিল। এরপরই ঘাটালের সিআই অসিত সামন্ত এবং ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিন ক্ষীরপাই পুরসভা এলাকায় অভিয়ান চালিয়ে ওই তিন শ্রমিককে গ্রেফতার করে। |
পুড়ে মৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি মহিষাদলের চাপি মধ্যপল্লির। মহিলার নাম অষ্টমী মন্ডল (৩৬)। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বাড়ির উঠোনে রান্না করছিলেন অষ্টমীদেবী। সেখানেই বসে ছিলেন তাঁর শাশুড়ি ও শারীরিক প্রতিবন্ধী এক ননদ। হঠাৎ চাল আনতে ঘরে ঢুকে যায় অষ্টমীদেবী। এরপর দীর্ঘক্ষণ পরে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় শাশুড়ির। প্রতিবেশীদের ডাক দিলে তাঁরা এসে দেখেন, ভিতর থেকে বন্ধ ওই ঘরে অগ্নিদ্বগ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই মহিলা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, ওই মহিলা আত্মহত্যা করেছেন। তবে তার কারণ জানা যায়নি।
|
হাসপাতালে মাধ্যমিক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
হাসপাতালে বসে পরীক্ষা দিল দুর্ঘটনায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার বাইকে চেপে গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন বিদ্যাভবন পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল রামনগর-১ ব্লকের সাঁতড়া কমললোচন হাইস্কুলের তিন ছাত্র। সেই সময় রামপুর মোড়ের কাছে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। আহত তিন জনের মধ্যে আব্দুল জামাল খানকে গুরুতর অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। জামাল যাতে হাসপাতালেই পরীক্ষা দিতে পারে তার জন্য রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস পর্ষদের সঙ্গে কথা বলেন। পর্ষদ অনুমতি দেওয়ায় ওই দিন দিঘা স্টেট জেনারেল হাসপাতালের শয্যায় শুয়ে পরীক্ষা দেয় জামাল।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি এগরা গোলাপাল্টা মোড়ের। মৃতের নাম জয়দেব দোলাই (৪৩)। বাড়ি এগরার মাননিহারী গ্রামে। শনিবার রাত ৮ টা নাগাদ জয়দেববাবু সাইকেলে চেপে গোলাপাল্টা মোড় ধরে বাড়ি ফিরছিলেন। শ্মশানকালী মন্দিরের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। এগরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হয়েছে তমলুকের নিমতৌড়িতে। রবিবার ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র ও বিধায়ক অখিল গিরি-সহ সমিতির জেলা নেতৃত্ব। যে ভাবে সরকার দলিল লেখকদের অধিকার খর্ব খরতে চাইছে তাতে কয়েক হাজার কর্মী কাজ হারাতে পারেন বলে সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন সমিতির প্রতিনিধিরা। পেশাগত অধিকার রক্ষার জন্য সমিতির নেতারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
|
চিত্রকলার সেমিনার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রবীন্দ্রনাথের চিত্রকলা নিয়ে সেমিনার হয়েছে পাঁশকুড়া বনমালী কলেজে। গত শুক্রবার সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত দু’দিনের ওই সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যাসাদর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, শিক্ষাবিদ সুদিন চট্টোপাধ্যায় প্রমুখ। |
|