নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্ডের খেলা হাওড়া স্টেডিয়ামে ফেলেছিল আইএফএ। অনুমতিও নেওয়া হয়েছিল পুরসভার থেকে। অথচ রবিবার সকালে হঠাৎ তার একটা অংশ দখল করে নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার রাতে রেলিং দিয়ে ঘিরে দেয় মাঠ। খবর পেয়ে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা দ্রুত জেলা প্রশাসনের দ্বারস্থ হন। এরপরই রেলিং খোলা হয়। চিরাগ কেরল বনাম সাদার্ন সমিতির ম্যাচটি অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়।
রবিবার সকালে মুম্বই এফসি হাওড়া মাঠে অনুশীলন করতে যায়। ফুটবলাররা গিয়ে দেখেন, এক প্রান্তের প্রায় দশ ফুট ভিতর পর্যন্ত রেলিং দিয়ে দিয়েছে মেট্রো। সঙ্গে সঙ্গেই আইএফএ-র লোকাল ম্যানেজার খবর দেন আইএফএ সহ সচিব স্বপন দত্তকে। তিনি ছুটে আসেন মাঠে। সোজা চলে যান হাওড়ার জেলা শাসক সংঘমিত্রা ঘোষ এবং মেট্রোর চিফ ইঞ্জিনিয়ারের কাছে। দু’জনেই সঙ্গে সঙ্গে রেলিং খোলানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে, বিপত্তির কারণ হাওড়া পুরসভার গাফিলতি! স্টেডিয়ামে আইএফএ শিল্ডের ম্যাচ করার ব্যাপারে অনুমতি দিলেও তারা তা জানাননি মেট্রো কর্তৃপক্ষকে।
কেরলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এবং সাব্বির আলির সাদার্নের ম্যাচ নিয়ে আগ্রহ ছিল। শেষ পর্যন্ত জেতেন সাব্বিরই। ১-০ হারান কেরলকে। গোল করেন শোভন চক্রবর্তী।
এ দিকে সুব্রত পালের পুণে এফসি-র বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল পৈলান অ্যারোজই। গোল করেন হোলিচরণ। কিন্তু তা প্রথমার্ধেই শোধ করে দেন কেইটা। পেনাল্টি থেকে। অ্যারোজের প্রমথেশ নিজেদের বক্সে ফাউল করেছিলেন বিপক্ষের সুভাষ সিংহকে। তবে পেনাল্টি নিয়ে ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেন পৈলান কোচেরা। বহু দিন পরে মাঠে নামলেন সুব্রত। দেশের এক নম্বর কিপার এখনও হতাশ, এ এফ সি চ্যালেঞ্জ কাপে খেলতে না পারায়। বললেন, “এই গরমে জিততে না পারলেও টিম যা খেলেছে, তাতে আমি খুশি।” |